টেক টিপস

e District 2.0 BDO Income Certificate Apply- নতুন পোর্টাল থেকে সহজেই BDO Income Certificate আবেদন করুন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

e District পুরনো ওয়েবসাইট আপগ্রেড হয়ে নতুন পোর্টাল e District 2.0 তে রুপান্তরিত হলো। এখন থেকে e District পুরনো পোর্টাল থেকে বিভিন্ন কাজই বন্ধ থাকবে, তবে সেই সমস্ত কাজ আপনারা e District 2.0 Portal থেকে অনায়সে করতে পারবেন। e District 2.0 Portal থেকে BDO Income Certificate Online Apply কিভাবে করবেন, কিভাবে e District 2.0 BDO Income Certificate Online Download করবেন, তা দেখে নিন আজকের প্রতিবেদনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BDO Income Certificate Documents & Eligibility

BDO Income Certificate তৈরি করতে যেসমস্ত ডকুমেন্টস ও শর্ত থাকতে হবে,তা হলো-
১) আবেদনকারীরকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) বসবাসের প্রমাণপত্র হিসাবে- আধার কার্ড/ভোটার কার্ড/ রেশন কার্ড / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / Govt কোনো ডকুমেন্টস ইত্যাদি।
৩) আবেদনকারীর পাসপোর্ট সাইজের কালার ফটো।
৪) অঞ্চলের প্রধানের ইনকাম সার্টিফিকেট কিংবা মিউনিসিপালিটি কাউন্সিলর এর ইনকাম সার্টিফিকেট।

E District 2.0 Portal BDO Income Certificate Online Apply / e District Portal BDO Income Certificate Online Apply West Bengal

১) প্রথমে আপনাকে e District এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, ওয়েবসাইট লিংক নিচে দেওয়া রয়েছে।


২) এরপর e District 2.0 তে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Log in কিংবা Sign Up এ ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে যদি আপনার পুরাতন e District এর Id Password থাকে তা দিয়ে লগইন করুন। নয়তো New Registration এ ক্লিক করে, নাম ঠিকানা,বয়স,মোবাইল নাম্বার, জিমেইল আইডি ইত্যাদি উল্লেখ করে রেজিষ্ট্রেশন করে নিন।
৫) এরপর Service এ ক্লিক করে Certificate এ ক্লিক করুন।
৬) আপনার সামনে e District এর মাধ্যমে অনলাইনে যেসমস্ত সার্টিফিকেট তৈরি করা যায়,তার লিস্ট চলে আসবে। সেখান থেকে Income Certificate অপশনটি সিলেক্ট করুন।
৭) পরবর্তী পেজে একটি নতুন পেজ আসবে, কি কি ডকুমেন্টস লাগবে তা দেখতে পারবেন, এরপর নিচে Accept এ ক্লিক করে এগিয়ে যান।
৮) পরবর্তী ধাপে আবেদনকারীর নাম,ঠিকানা,জন্ম তারিখ,মোবাইল নাম্বার ইত্যাদি উল্লেখ করে Save & Next এ ক্লিক করুন।


৯) এরপর পরবর্তী পেজে ইনকাম ডিটেইলস ও অভিভাবকের নাম উল্লেখ করে Next এ ক্লিক করুন,এরপর আপনার সামনে আবেদন এর Preview চলে আসবে, তা দেখে নিন,সবকিছু ঠিক থাকলে সাবমিট এ ক্লিক করুন।
১০) পরবর্তী ধাপে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে, 150KB এর মধ্যে JPG,JPEG,PDF ইত্যাদি Format এ।এরপর ফাইনাল সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।
১১) আপনার সামনে আপনার আবেদন কপি চলে আসবে ও AIN নাম্বার পেয়ে যাবেন, যা দিয়ে পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং সেখান থেকেই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

e District 2.0 Website Link:- Click

আরও বিভিন্ন আপডেট সবার আগে পেতে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক

Related Articles

Back to top button