প্রকল্প

ই-শ্রম কার্ডে আবেদন করলে কি কি সুবিধা পাবেন দেখুন E Shram Card Registration

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

প্রধানমন্ত্রী অসংগঠিত শ্রমিকদের জন্য ই-শ্রম পোর্টাল চালু করেছেন। এই পোর্টালে আবেদন করলে কৃষক/শ্রমিক/লেবার/টোটো-অটো চালক/ড্রাইভার/কন্ডাকটর/নির্মাণ কর্মী/প্রাইভেট টিচার/আশা কর্মী/অঙ্গনওয়াড়ি কর্মী/রিকশাচালক, রাস্তার বিক্রেতা, মিড-ডে মিল খাবার শ্রমিক, হেড লোডারস, ইট ভাটা শ্রমিক, মুচি, রাগ বাছাইকারী, গৃহকর্মী, ওয়াশার পুরুষ, গৃহ ভিত্তিক কর্মী, নিজস্ব হিসাব কর্মী, কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, তাঁত শ্রমিক, চামড়া শ্রমিক, অডিও-ভিজ্যুয়াল শ্রমিক বা অনুরূপ অন্যান্য পেশায় যুক্ত শ্রমিক থেকে শুরু করে প্রায় সমস্ত অসংগঠিত শ্রমিকেরা এখানে আবেদন করতে পারবেন। সমস্ত লিস্ট নিচে দেওয়া হলো, কারা কারা আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ই-শ্রম কার্ডের জন্য আবেদন করতে হবে আপনাকে অনলাইনে। আপনি সম্পূর্ণ বিনামূল্যে ই-শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক থাকে তাহলে আপনি ঘরে বসে অনলাইনে মোবাইলে আবেদন করতে পারবেন ফ্রিতে ই-শ্রম কার্ডের জন্য। বুঝতে অসুবিধা হলে ভিডিওটি দেখে নিনঃ- ভিডিও লিংক।

আর আপনার আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিংক না থাকে তাহলে আপনাকে নিকটবর্তী তথ্য মিত্র কেন্দ্রে(CSC) যেতে হবে।সেখানে আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ও মোবাইল নাম্বার নিয়ে যেতে হবে।তারা আপনাকে E Shram Card বানিয়ে দিবে সম্পূর্ণ বিনামূল্যে সাথে সাথেই।

ই-শ্রম কার্ডের জন্য আবেদন করার শর্তঃ-
১) অসংগঠিত শ্রমিকদের বয়স ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে থাকতে হবে। এই কার্ডের জন্য ছেলে/মেয়ে সবাই আবেদন করতে পারবেন।

২) অসংগঠিত শ্রমিক যদি কোনোরকম Income Tax না দিয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন।

৩) যদি সেই আবেদনকারী কোনোরকম Employees’ Provident Fund Organization (EPFO) ও Employees’ State Insurance Corporation (ESIC) এর সদস্য না হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে।

ই-শ্রম কার্ডে আবেদন করলে কি কি সুবিধা পাবেন আপনি?

ই-শ্রম কার্ডের জন্য আবেদন করলে ও কার্ড যদি আপনার থাকে আপনি অনেক সুবিধা পেয়ে যাবেন। নিম্নে তা বিস্তারিত আলোচনা করা হলোঃ-

Pradhan Mantri Shram Yogi Maan-Dhan (PM-SYM) Pension Yojana সুবিধা পাবেন।

আবেদনের শর্তঃ-
১) বয়স থাকতে হবে ১৮ থেকে ৪০ এর মধ্যে।
২) মাসিক ইনকাম ১৫ হাজার টাকা কিংবা তার কম থাকতে হবে।
৩) EPF/NPS/ESIC এর সদস্য হলে আবেদন করতে পারবেন না।
৪) আর আপনি যদি income tax দিয়ে থাকেন তাহলে এর লাফ পাবেন না।

আবেদন পদ্ধতিঃ– আবেদন করার জন্য লাগবে-
১) আধার কার্ড।
২) মোবাইল নাম্বার।
৩) ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার।

আবেদন করার জন্য CSC center এ যেতে হবে কিংবা PM-SYM এর ওয়েবসাইটে গিয়েও নিজে আবেদন করতে পারবেন।

এই প্রকল্পের লাভ কি রয়েছেঃ-
PM-SYM এ আবেদন করলে আপনার বয়স যখন ৬০ বছর হবে তখন প্রতি মাসে ৩০০০ টাকা করে আপনার একাউন্টে চলে আসবে। এর পাশাপাশি যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার স্বামী/স্ত্রী প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবে।এর লাভ নিতে গেলে
আপনাকে কিছু টাকা(৫০%) দিতে হবে তবে সেই টাকা কোথাও গিয়ে জমা করতে হবে না,অটোমেটিক আপনার একাউন্ট থেকে কেটে নিবে।কত বয়সে কত টাকা দিতে হবে নিচের চার্টটি ফলো করুনঃ-

Pradhan Mantri Shram Yogi Maan-dhan (PM-SYM) প্রকল্প নিয়ে কিছু জানার থাকলে নিচের নাম্বারে কল করতে পারেনঃ-
1800 2676 888


National Pension Scheme for Shopkeepers, Traders, and the Self-employed Persons (NPS-Traders) এই প্রকল্পের যে সমস্ত সুবিধা পাবেনঃ-

আবেদন করার শর্তঃ-
১) বয়স থাকতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
২) বার্ষিক লেনদেন থাকতে হবে 1.5 কোটি বা তার কমের মধ্যে।
৩) দোকানদার বা মালিক, যাদের ক্ষুদ্র বা ছোট দোকান, রেস্তোরাঁ, হোটেল, রিয়েল এস্টেট দালাল ইত্যাদি তারা আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতিঃ- আবেদন করতে হবে অনলাইনে এরজন্য নিকটবর্তী CSC Center এ যেতে হবে। এর পাশাপাশি এই প্রকল্পের লাভ নিতে গেলে আপনাকে প্রতি মাসে ৫০% টাকা দিতে হবে।কত টাকা করে একাউন্টে জমা করতে হবে প্রতি মাসে নিচের চার্চটি দেখুনঃ-

 


National Pension Scheme for Traders and Self-Employed Persons (NPS-Traders) সুবিধাঃ-

আপনার বয়স ৬০ বছর হলে প্রতি মাসে ৩০০০ টাকা করে পাবেন একাউন্টে।

Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY) এর সুবিধাঃ-

এই প্রকল্পে আবেদন করলে ২ লক্ষ টাকার বিমা পেয়ে যাবেন। এরজন্য আপনাকে নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে আবেদন করতে হবে। আবেদনকারীর বয়স থাকতে হবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে। এখানে প্রতি বছর ৩৩০ টাকা করে দিতে হবে আবেদন করতে চাইলে।যখন আপনি থাকবেন না তখন আপনার পরিবার ২ লক্ষ টাকা পেয়ে যাবে।

Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY) এর সুবিধাঃ-

আবেদন করার শর্তঃ-
১) বয়স থাকতে হবে ১৮ থেকে ৭০ বছরের মধ্যে।
২) ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বার থাকতে হবে।
৩) আধার কার্ড থাকতে হবে।

আবেদন করার পদ্ধতিঃ- এরজন্য আপনাকে নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে আবেদন করতে হবে আর আপনি ই-শ্রম পোর্টাল আবেদন করলে এর লাভ পেয়ে যাবেন।

Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY) Benefit:-
১) আপনার দুর্ঘটনাজনিত কারনে মৃত্যু হলে আপনার পরিবার ২ লক্ষ টাকা পাবে।
২) আংশিক ক্ষতি হলে ১ লক্ষ টাকা পাবে।

এরজন্য আপনাকে প্রতি বছর ১২ টাকা করে দিতে হবে। আর প্রথম ১ বছর কেন্দ্র সরকার দিবে এই ১২ টাকা যদি E Shram Portal Registration করা থাকে।

Atal Pension Yojana এর সুবিধাঃ-

এখানে আবেদন করলে প্রতি মাসে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পেয়ে যাবেন ৬০ বছর পরে। আবেদন করার পদ্ধতি দেখুন নিচের লিংকে ক্লিক করেঃ-

এছাড়াও অনেককিছু আরও রেশন,জব কার্ডের কাজ, ফ্রীতে ঘরের ১ লক্ষ ২০ হাজার /৩০ হাজার টাকা থেকে শুরু করে আরও অনেক কিছু।

ই-শ্রম পোর্টাল লিংকঃ-

Related Articles

Back to top button