প্রকল্প

কৃষি যন্ত্রপাতি ভর্তুকি 2022 অনলাইন আবেদন ও ডকুমেন্টস কি কি লাগবে

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রাজ্য সরকার কৃষি যন্ত্রপাতি কেনার জন্য সরকারি অনুদান দিচ্ছে।রাজ্য সরকারের সহায়তায় এখন রাজ্যের কৃষকবন্ধুরা বিভিন্ন ধরণের ট্র্যাক্টর, ফসল কাটার মেশিন, সকল ধরণের স্টিম ড্রায়ার, রোপণ মেশিন, ওয়াশিং মেশিন, অ্যালুমিনিয়ামের মই, ইলেকট্রনিক সোলার ফার্ম, ক্লিনিং মেশিন, লন মোয়ার সহ গ্র্যান্ডিং মেশিন এবং অন্যান্য বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রপাতি ক্রয় করতে পারবেন সরকারি ভর্তুকিতে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন?

যে কোনো ব্যক্তি, ক্ষুদ্র ও প্রান্তিক শ্রেণীর কোনো কৃষক, সমবায় সংস্থা (PACs), যৌথ দায়বদ্ধ গোষ্ঠীর (JLGs), ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশন (FPO), স্বনির্ভর গোষ্ঠীর (SHC) অধীন ক্ষুদ্র ও প্রান্তিক শ্রেণীর কোনো কৃষক এবং কৃষক স্বার্থ গোষ্ঠী (FIG’S) সদস্য এই প্রকল্পের সুযোগ নিতে পারবেন। এছাড়া তিনি বিগত ৪ বছরে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের কোনো সুযোগ নেন নি। পাওয়ার টিলার এবং সোলার পাম্পসেট ক্রয় করার জন্য আবেদনকারীর নূন্যতম জমির পরিমান ১ একর বা ১০০ শতক হতে হবে।

কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন?

1) কৃষি যন্ত্রাদি ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রকল্প (FSSM)
2) ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন ভর্তুকি প্রকল্প (OTA-SFI)
3) কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্প (CHC)

আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে দেখুনঃ-

(১) ভোটার কার্ড নম্বর
(২) আধার কার্ড নম্বর
(৩) মোবাইল নম্বর
(৪) প্রত্যেক আবেদনকারীর জন্য ভোটার কার্ড নম্বর, আধার নম্বর এবং মোবাইল নম্বর আলাদা হতে হবে।দুইজন আবেদনকারীর ক্ষেত্রে এই ৩টি তথ্যের মধ্যে কোনো ১টিও মিল থাকলে তার রেজিস্ট্রেশন সম্ভব নয়।

(৫) যদি কোনো ব্যক্তি নিজে আবেদন করেন এবং তার কৃষক বন্ধু আইডি নম্বর থেকে থাকে তবে দিতে হবে।
(৬) জমির পরিমান
(৭) সম্পূর্ণ ঠিকানা ( মৌজা, জে এল এবং খতিয়ান নম্বর )
(৮) সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য
(৯) যে যন্ত্রের জন্য আবেদন করবেন কৃষির যান্ত্রিকীকরণ ওয়েবসাইট থেকে তার ম্যানুফ্যাকচারার / যন্ত্রের নাম / ডিলারের নাম / মডেল নম্বর আগে থেকে ঠিক করে নিতে হবে আবেদনের পূর্বে।
(১০) আবেদনকারীর ভোটার কার্ড ও ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতা বা চেকের ছবি JPEG / JPG করে ২০০ কেবি সাইজে আপলোড করতে হবে।
(১১) আবেদনের পর পি ডি এফ এর শেষে কি কি ডকুমেন্টস নিয়ে রাখতে হবে তার পূর্ণাঙ্গ তালিকা দেওয়া থাকবে।

আবেদন পদ্ধতিঃ- আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য www.matirkatha.net ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে । অনলাইনে নিজে আবেদন করার পাশাপাশি তথ্য মিত্র কেন্দ্র থেকেও আবেদন জমা যেতে পারে।আবেদন করার পর সহ কৃষি অধিকর্তার অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে।

Technical Support Helpline Number : 8335858732,8336957043 ( 10.00 am to 6.00 pm )

Online Apply Link:- Apply

Related Articles

Back to top button