চলতি বছরের উচ্চমাধ্যমিের তৃতীয় সেমেস্টার পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৯৩ দশমিক ৭২ শতাংশ। আজ শুক্রবার প্রকাশিত পরীক্ষার ফলাফলে এ তথ্য জানায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
পরীক্ষার ৩৯ দিনের মাথায় ফলাফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
পরিসংখ্যান অনুযায়ী, পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৬ লাখ ৪৫ হাজার ৮৮৩ শিক্ষার্থী।ফলাফলে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে পাশের হার সর্বোচ্চ। অন্য বিভাগগুলোর তুলনায় সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা এবারও সেরা অবস্থান ধরে রেখেছে।
গত বছর পাসের হার ছিল ৯০ দশমিক ৭৯ শতাংশ। যেটা এবছর হয়েছে ৯৩ দশমিক ৭২ শতাংশ।
এছাড়া সেরা দশে মেধাতালিকায় স্থান পেয়েছেন ৬৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৬৬ জন ছাত্র এবং ৩ জন ছাত্রী রয়েছেন।
এ বছর পরীক্ষায় ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি ছিল বলে জানানো হয়েছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, বিজ্ঞান বিভাগে ১ লাখ ১১ হাজার ৬২৭ জন, বাণিজ্য বিভাগে ৩৭ হাজার ৮০০ জন, এবং কলা বিভাগে ৪ লাখ ৯৬ হাজার ৪০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।




 
                                
                              
		 
		 
		
 
		 
		