ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন পদ্ধতি – Driving Licence Online Apply West Bengal
সহজেই বানিয়ে ফেলুন অনলাইনে ড্রাইভিং লাইসেন্স। এখন বাড়িতে বসে আবেদন করতে পারবেন একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স।
একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) ব্যতিত আপনি যানবাহন চালাতে পারবেন না। কিন্তু আপনি চাইলে সহজেই কোনোরকম ঝামেলা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স বানিয়ে ফেলতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স আবেদন করা এখন আরও সহজ হয়ে উঠেছে, বাড়িতে বসে অনলাইন আবেদন করতে পারবেন মোবাইল ফোন দিয়েই। পাশাপাশি আগে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে RTO অফিসে যেতে হতো কিন্তু আপনি এখন বাড়িতে বসেই ড্রাইভিং টেস্ট দিতে পারবেন।
আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন করবেন? আবেদন করার জন্য কি কি নথি থাকতে হবে বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে। আপনার কাছে একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে, তা দিয়ে আপনি মোটরসাইকেল থেকে শুরু করে প্রাইভেট গাড়ি এমনি ট্রাক বা অন্যান্য যানবাহন সহজেই চালাতে পারবেন।
ড্রাইভিং লাইসেন্স এর গুরুত্ব অনেক রয়েছে, একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স পরিচয়পত্রের প্রমাণ হিসাবেও ব্যবহার হয়ে থাকে।কেননা, ড্রাইভিং লাইসেন্স হলো সরকার অনুমোদিত একটি পরিচয়পত্রও। ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সিম কার্ড তোলা কিংবা অন্যান্য সরকারী কাজের জন্য পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন খুব সহজেই।
আপনি মোটরসাইকেল হোক কিংবা অন্যান্য কোনো গাড়ির ড্রাইভিং লাইসেন্স এখন সহজেই আবেদন করতে পারবেন। যখন আপনার ড্রাইভিং লাইসেন্স এপ্রুভ হয়ে যাবে, তখন আপনি সহজেই তা আপনার পোস্ট অফিসের ঠিকানায় পেয়ে যাবেন। ড্রাইভিং লাইসেন্স দুটি ধাপে হয়ে থাকে, প্রথমত লার্নার লাইসেন্স এর জন্য আবেদন করতে হয়। এরপর লার্নার লাইসেন্স হয়ে গেলে ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করতে হবে।
আপনি যদি কখনো যানবাহনের বীমা করতে ইচ্ছুক থেকে থাকেন, তাহলে এরজন্যও অবশ্যই আপনার কাছে একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) থাকতে হবে। আপনি যে একজন প্রশিক্ষণ প্রাপ্ত ড্রাইভার তা প্রমাণ করে আপনার কাছে থাকা ড্রাইভিং লাইসেন্সটি। এছাড়াও আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স (International Driving Licence) তৈরি করার জন্যও আপনার কাছে আপনার দেশের কিংবা রাজ্যের জারী করা বৈধ ড্রাইভিং লাইসেন্সটি থাকতে হবে।
নিচের কয়েকটি ধাপ ফলো করে সহজেই অনলাইনে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে ফেলুন। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানোর জন্য ট্রাফিক পুলিশ আপনাকে যেকোনো সময় জরিমানা করতে পারে, আর তা থেকে বাঁচতে অবশ্যই আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয় অনেক সময় ড্রাইভিং সম্পর্কিত বিভিন্ন পদে দেশ তথা রাজ্যে চাকরি দেওয়া হয়ে থাকে ড্রাইভারদের। সেখানে আবেদন করার জন্য আপনার কাছে যানবাহন চালানোর জন্য বৈধ একটি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
ড্রাইভিং লাইসেন্স কিভাবে অনলাইনে আবেদন করবেন / How To Apply Driving Licence Online In West Bengal 2025
১) প্রথমে আপনাকে Parivahan Seva কিংবা ভারত সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Online Service এ ক্লিক করে Driving License Related Services এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আপনি আপনার রাজ্যের নাম সিলেক্ট করুন।
৪) এরপর আপনার সামনে নতুন একটি পেজ চলে আসবে, সেখানে Apply For Learner Licence এ ক্লিক করুন।
৫) পরবর্তী পেজে Continue এ ক্লিক করুন ও সাবমিটে ক্লিক করুন।
৬) আপনি আধার কার্ড অথেনটিকেশনের মাধ্যমে অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন। এরজন্য Submit Via Aadhaar Authentication এ ক্লিক করুন।
৭) এরপর আধার নাম্বারের বক্সে টিক মার্ক দিয়ে নিচে আধার কার্ড নাম্বার উল্লেখ করুন ও OTP উল্লেখ করে ভেরিফাই করে অথেনটিকেশন সম্পন্ন করতে হবে।
৮) পরবর্তী পেজে আধার কার্ড অনুযায়ী তথ্য চলে আসবে বাকি ঘর গুলো ফিলাপ করে সাবমিট করুন।
৯) এরপর পেমেন্ট করলেই আবেদন হয়ে যাবে।
১০) পেমেন্ট করার পর লার্নার লাইসেন্স পাওয়া লর জন্য LL Test এর Slot Book করুন। উক্ত দিনে বাড়িতে বসে সহজেই পরীক্ষা দিতে পারবেন, এছাড়াও RTO অফিসে গিয়েও পরীক্ষা দিতে পারবেন।
Driving Licence Online Apply West Bengal 2025:- Apply