কৃষক বন্ধু প্রকল্প আইডি নাম্বার কিভাবে পাবেন দেখুন অনলাইনে West Bengal Krishak Bandhu Prakalpa Id Number Find Online. How To Check Krishak Bandhu Id Number Online West Bengal

Published By: MD 360 NEWS | Updated:

কৃষক বন্ধু প্রকল্পে আপনি যদি আবেদন করে থাকেন। তাহলে কিভাবে কৃষক বন্ধু আইডি খুঁজে বের করবেন খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে। অনেক কাজে আমাদের অনেক সময় কৃষক বন্ধু আইডির (Krishak Bandhu Id Find) দরকার পরে,তখন আমরা বুঝে উঠতে পারি না কৃষক বন্ধু আইডি কোথায় পাবো।তখন আমরা অনেক জায়গায় ছোটাছুটি করে উঠি এমনকি কৃষি দপ্তর অফিসেও চলে যাই এই ছোট্ট বিষয়টি না জানার জন্য।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্য সরকার খুবই সহজ করে দিয়েছে এই আইডি পেতে।কোথাও না গিয়ে মোবাইল ফোনে কয়েক মিনিটে নিজের ও যেকোনো কৃষক বন্ধুর আইডি অনলাইনে বের করে নিতে পারবেন। এরজন্য নিচের কয়েকটি ধাপ ফলো করুন…

প্রথমে আপনাকে matirkatha.net এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটটি রাজ্য সরকারের একটি ওয়েবসাইট। এখানে আসার ওর নিচে কৃষক বন্ধু নামে একটি অপশন রয়েছে,সেইখানে ক্লিক করে এগিয়ে যেতে হবে। ওয়েবসাইট লিংকঃhttp://matirkatha.net/

এরপর পরবর্তী পেজে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে।সেখানে অনেকগুলো অপশন দেখা যাবে।সেখান থেকে নথিভুক্ত কৃষকের তথ্য নামে অপশনে ক্লিক করতে হবে। কৃষক বন্ধু ওয়েবসাইট লিংকঃhttps://krishakbandhu.net/

এরপর পরের পেজে আপনি যেই কৃষকের কৃষক বন্ধু আইডি পেতে চান।সেই কৃষকের ভোটার কার্ড লিখে দিয়ে Search এ ক্লিক করলেই কৃষকের সমস্ত তথ্য চলে আসবে এবং কৃষক বন্ধু আইডি নাম্বার (Krishak Bandhu Id Number) ও চলে আসবে।এরপর আপনি সেই নাম্বার আপনার কাজে ব্যবহার করতে পারবেন। Krishak Bandhu Prakalpa Id Number & Status Check Link:https://krishakbandhu.net/farmer_search