টেক টিপস
HP,Indane,Bharat গ্যাস কত টাকা করে ভর্তুকি পাচ্ছেন চেক করুন মোবাইলে
আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় রান্নার জন্য গ্যাস সিলিন্ডার রয়েছে। এবং আমরা এটাও জানি যে গ্যাস সিলিন্ডার যত বার কিনবো ততবারই আমাদের একাউন্টে সাবসিডির টাকা আসে। আজকে আমরা দেখে নিচ্ছি যে, কিভাবে আপনি খুব সহজেই আপনার গ্যাসের সাবসিডি চেক করতে পারবেন। আপনও আপনার মোবাইল দিয়ে ঘরে বসেই সেটি চেক করতে পারবেন….
HP Gas & Bharat Gas এর সাবসিডি চেক করার পদ্ধতি একই,
১) প্রথমে আপনাকে My LPG এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইট লিংক নিচে দেওয়া রয়েছে…
২) এরপর আপনার বাড়িতে থাকা যে সংস্থার গ্যাস সেেই সিলিন্ডার এর ওপর ক্লিক করুন।
৩) এরপর Sing In এ ক্লিক করে রাজ্যর নাম,জেলার নাম,গ্যাস সেন্টার ও রেজিস্ট্রার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করুন।
৪) এরপর Log In এ ক্লিক করুন।
৫) পরবর্তী পেজে আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বার কিংবা জিমেইল আইডি ও পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগইন করুন।
৬) এরপর আপনাকে Subsidy Option এ ক্লিক করে দেখে নিতে হবে কতোটাকা আপনার একাউন্টে ঢুকতেছে।
Indane Gas Subsidy Status Check Online:-
১) প্রথমে আপনাকে My LPG এর অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে। ওয়েবসাইট লিংক নিচে দেওয়া আছে…
২) এরপর Indane Gas Cylinder এর ওপর ক্লিক করতে হবে।
৩) এরপর পরবর্তী পেজে Give Feedback অপশনে ক্লিক করতে হবে।
৪) পরবর্তী পেজে LPG তে ক্লিক করুন।
৫) এরপর Subsidy Related(PAHAL) এই অপশনে ক্লিক করুন। নিচে সাব মেনু খুলে আসবে সেখানে Subsidy Not Received এ ক্লিক করুন।
৬) এরপর রেজিস্ট্রার মোবাইল নাম্বার কিংবা LPG Id বসিয়ে দিয়ে সাবমিট এ ক্লিক করতেই আপনার সামনে সব কিছু চলে আসবে। এরপর দেখে নিন কত টাকা আপনার একাউন্টে গ্যাসের ভর্তুকি এসেছে।
LPG Gas Subsidy Check Link:- Click