টেক টিপস

আসল ও নকল মোবাইল ফোন চেনার উপায়

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

আমাদের সকলের কাছে কমবেশি স্মার্টফোন রয়েছে। কিন্তু আমরা জানি না সেই স্মার্টফোনটি নতুন নাকি কারো চুরি করা স্মার্টফোন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনি এবার থেকে নতুন কিংবা পুরাতন মোবাইল ফোন কেনার আগে চেক করে দেখে নিতে পারবেন মোবাইল ফোনটি ঠিক ঠাক রয়েছে কিনা। অর্থাৎ মোবাইল ফোনটি ব্লক করে দেওয়া মোবাইল ফোন কিনা। কিভাবে চেক করবেন, আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়লে তা জানতে পারবেন।

আসল ও নকল মোবাইল ফোন চেনার উপায় / how to check mobile original or fake

১) প্রথমে আপনাকে গুগলে এসে সার্চ করতে হবে ceir.gov.in লিখে।
২) এরপর আপনি DEPARTMENT OF TELECOMMUNICATIONS এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।

৩) পরবর্তী পেজে Know Your Mobile অপশনে থাকা Web Portal এ ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে GET OTP তে ক্লিক করুন।
৫) এরপর রেজিস্ট্রার মোবাইল নাম্বারে OTP আসবে তা বসিয়ে দিয়ে Verify করে নিন।
৬) এরপর আপনার নতুন বা পুরাতন মোবাইল ফোনের IMEI নাম্বার বসিয়ে দিয়ে চেক করে নিন। IMEI Number বের করতে গেলে Dial করুন *#06# লিখে।

মোবাইল আসল না নকল চেনার উপায়ঃ-

Click

Related Articles

Back to top button