শিক্ষা

ANM & GNM Result 2024 Check: আজ ANM GNM রেজাল্ট 2024, চেক করে দেখুন র‍্যাঙ্ক কার্ড!

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

আপনার অপেক্ষার অবসান! আজ প্রকাশিত হতে যাচ্ছে ANM ও GNM এন্ট্রান্স পরীক্ষার ফলাফল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আজ, ২৪ সেপ্টেম্বর, পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB) ANM (অক্সিলারি নার্স মিডওয়াইফারি) ও GNM (জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি) কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চলেছে। যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তারা আজ থেকে নিজেদের র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়েছে, পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হবে এবং শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট (www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in) থেকে ফলাফল দেখতে পারবেন।

কীভাবে দেখবেন ফলাফল?

আপনি WBJEEB-এর অফিশিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in থেকে আপনার র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন। এবারের ANM ও GNM পরীক্ষা 4 আগস্ট অনুষ্ঠিত হয়েছিল।

পশ্চিমবঙ্গে ANM ও GNM কোর্সে মোট সিট‌ সংখ্যা

সিট ম্যাট্রিক্স অনুযায়ী, পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন কলেজে ANM (অক্সিলারি নার্স মিডওয়াইফারি) এবং GNM (জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি) কোর্সে মোট আসন সংখ্যা , যার মধ্যে ANM কোর্সের জন্য রাজ্যজুড়ে ৫,০০০টি আসন রয়েছে, যেখানে GNM কোর্সের জন্য বরাদ্দ করা হয়েছে ২,৮১৭টি আসন।

এই আসনগুলোতে ভর্তির জন্য প্রার্থীরা ANM ও GNM ২০২৪ এন্ট্রান্স পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আবেদন করতে পারবেন।

West Bengal ANM GNM Result Check Link: Click

West Bengal ANM & GNM Result Check Link:- Click

Ealiash Rahaman

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Related Articles

Back to top button