ভোটার কার্ড সংশোধন অনলাইনে নতুন ওয়েবসাইট থেকে দেখুন!
ভোটার কার্ড সংশোধন ইতিমধ্যেই শুরু হয়ে গেলো। আপনার ভোটার কার্ডে যদি Name, Gender, DoB/Age, Relation type, Relative’s Name, Address, Mobile Number, Photo ইত্যাদি পরিবর্তন করতে হয়,তাহলে এখন খুব সহজেই মোবাইল ফোন দিয়ে ভোটার কার্ড সংশোধন করতে পারবেন।
কিভাবে ভোটার কার্ড সংশোধন করবেন, কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে অনলাইনে, তা আজকের প্রতিবেদনে দেখে নিচ্ছি। ভোটার কার্ড ভুল সংশোধন করার জন্য এখন আর কোনো অফিসে যেতে হবে না,এখন অনলাইনে মোবাইল ফোন দিয়েই ভোটার কার্ড সংশোধন করতে পারবেন।
Voter Card Correction Online West Bengal 2023. How To Correction Voter Id Card Online In West Bengal
১) প্রথমে আপনাকে ভোটার কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।
২) এরপর Sign-up এ ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন।
৩) এরপর Log In এ ক্লিক করে আইডি পাসওয়ার্ড তৈরি করে লগইন করুন।
৪) এরপর From 8 অপশনে ক্লিক করুন।
৫) এরপর Voter Card নাম্বার বসিয়ে দিয়ে সাবমিট করুন।
৬) এরপর Correction of Entries in Existing Electoral Roll অপশনে ক্লিক করে Ok তে ক্লিক করুন।
৭) এরপর Name, Gender, DoB/Age, Relation type, Relative’s Name, Address, Mobile Number, Photo ইত্যাদি কি ভুল রয়েছে, তা সিলেক্ট করে নিচে সঠিক নাম,ঠিকানা ইত্যাদি উল্লেখ করে ডকুমেন্টস আপলোড করে Preview & Submit এ ক্লিক করুন।
আরও পড়ুনঃ-
পুরাতন ভোটার কার্ড পরিবর্তন করে নতুন ভোটার কার্ড অর্ডার করুন অনলাইনে মোবাইলে!
৮) এরপর Final Submit এ ক্লিক করুন, এরপর একটি রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। তা দিয়ে Track Application Status এ ক্লিক করে রেফারেন্স নাম্বার দিয়ে সার্চ করে দেখে নিন,আবেদন এপ্রুভ হয়েছে নাকি বাতিল হয়েছে।
Website Link:- Click
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের Sanskrit WhatsApp ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক