NEET UG 2025 Admit Card Download Link: NEET UG 2025 এর অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন?

Ealiash Rahaman
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

NEET UG 2025 Admit Card: অবশেষে অপেক্ষার অবসান নিট পরীক্ষার দিন ঘনিয়ে এসেছে! ৩০ এপ্রিল ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে NEET UG 2025-এর অ্যাডমিট কার্ড। আগামী ৪ মে অনুষ্ঠিত হতে চলেছে দেশের অন্যতম প্রতিযোগিতামূলক মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট (NEET)। তাই প্রতিটি পরীক্ষার্থীর জন্য এই অ্যাডমিট কার্ড একান্ত জরুরি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পড়ুয়ারা সহজেই অনলাইনে গিয়ে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এতে পরীক্ষার স্থান, সময়, রোল নম্বর সহ গুরুত্বপূর্ণ সব তথ্য উল্লেখ রয়েছে।

পরীক্ষার দিন যাতে কোনও সমস্যা না হয়, সে জন্য এখনই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে সব তথ্য ভালোভাবে মিলিয়ে দেখার পরামর্শ দিয়েছেন এনটিএ‌( NTA)।

পরীক্ষার তারিখ: ৪ মে ২০২৫ (রবিবার)

সময়: দুপুর ২:০০টা – বিকেল ৫:০০টা

রিপোর্টিং শুরু: দুপুর ১২:৩০টা

সেন্টারে প্রবেশ বন্ধ: দুপুর ১:৩০টার পর।

সঙ্গে যা রাখতে হবে:

  • অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপি
  • বৈধ ফটো আইডি (আধার/প্যান/পাসপোর্ট/ভোটার আইডি/ড্রাইভিং লাইসেন্স)
  • ১টি পাসপোর্ট সাইজ ও ১টি পোস্টকার্ড সাইজ ছবি (প্রবেশপত্র অনুযায়ী)
  • স্বচ্ছ বলপয়েন্ট কলম (পরীক্ষা বোর্ড অনুমোদিত)

যা আনা যাবে না:

ইলেকট্রনিক ডিভাইস, নোট, ক্যালকুলেটর, ব্যাগ ইত্যাদি।

যেমনভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন: 

  • সবার আগে neet.nta.nic.in ওয়েবসাইট এ যান।
  • উপরে দেওয়া হয়েছে “ডাউনলোড অ্যাডমিট কার্ড NEET UG 2025” লিঙ্কে ক্লিক করুন।
  • এখন আপনার পছন্দ নম্বর এবং পাসওয়ার্ড লিখুন।
  • লগইন করার পরে অ্যাডমিট কার্ড স্ক্রিনে প্রদর্শিত হবে।
  • এটি ডাউনলোড করুন এবং তার প্রিন্ট আউট বের করুন।

২০২৫ সালের NEET UG পরীক্ষা হবে অফলাইনে, অর্থাৎ খাতা ও কলম মুড( OMR) এ । মোট ১৮০টি প্রশ্ন থাকবে, যা পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিজ্ঞান থেকে। পরীক্ষার সময় ৩ ঘণ্টা।

এই বছর ২৩ লক্ষেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় বসবে বলে আশা করছে এনটিএ, এই পরীক্ষা MBBS, BDS, BAMS, BHMS, BSMS এবং BUMS-এর মতো কোর্সে ভর্তির জন্য নেওয়া হয়।

একবছর নিটের‌ প্রশ্নপত্র ১৩টি ভাষায় পাওয়া যাবে যার মধ্যে বাংলা, ইংরেজি, হিন্দি, তামিলও আছে।

প্রসঙ্গত, নতুন নিয়ম অনুযায়ী এবার প্রথমবার পরীক্ষার হলে ভিডিওগ্রাফি করা হবে।

Website Link:- Click

NEET UG 2025 অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন : Download Now

NEET UG 2025 Admit Card Download Link:- Download Now