West Bengal Khatian Download: সহজেই অনলাইন থেকে 20 টাকা খরচ করে ডাউনলোড করে নিন কম্পিউটার খতিয়ান। বাড়িতে বসে এখন পেয়ে যাবেন সহজেই খতিয়ান ও যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন।
রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প কিংবা কেন্দ্র সরকারের পি এম কিষান সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে গেলে দরকার পরে খতিয়ানের। যা এখন আপনি বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে আবেদন ও ডাউনলোড করে নিতে পারবেন।
এছাড়াও ব্যাঙ্ক থেকে লোন (Land Bank Loan) নেওয়ার জন্য কিংবা বা বিদ্যুৎ মিটারের জন্য আবেদন ইত্যাদি এরকম নানান কাজে দরকার পরে খতিয়ান কিংবা পর্চার। আজকের প্রতিবেদনে দেখে নিন কিভাবে আবেদন করবেন কম্পিউটার খতিয়ানের জন্য বাড়িতে বসে। এরজন্য আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন ভালো ভাবে।
জমির পর্চা অনলাইন আবেদন ও ডাউনলোড / How To Download Porcha In West Bengal
1) প্রথমে আপনাকে banglarbhumi.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
2) এরপর Sign Up এ ক্লিক করে নাম,ঠিকানা, মোবাইল নাম্বার, জিমেইল আইডি ও পাসওয়ার্ড উল্লেখ করে রেজিষ্ট্রেশন করুন।
3) এরপর Sign In এ ক্লিক করে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড উল্লেখ করে লগইন করুন।
4) হোম পেজে Citizen Service এ ক্লিক করে Service Delivery থেকে ROR Request এ ক্লিক করুন।
5) এরপর সঠিক ভাবে জমির তথ্য অর্থাৎ জমিটি কোন জেলায়, ব্লকে ও মৌজায় রয়েছে তা উল্লেখ করুন। এরপর খতিয়ান নাম্বার উল্লেখ করুন ও নিচে নাম, ঠিকানা উল্লেখ করে Calculate Fee তে ক্লিক করে দেখুন কত টাকা পেমেন্ট করতে হবে।
6) এরপর উল্লেখিত টাকাটি অনলাইন পেমেন্ট করে দিলেই Application Number ও GRN নাম্বার পেয়ে যাবেন সেটি লিখে রাখুন ও পেমেন্টের রিসিভ কপি ডাউনলোড করে রাখুন।
7) এরপর আবারও হোম পেজে এসে Citizen Service এ ক্লিক করে GRN Search এ ক্লিক করুন।
8) এরপর Request Type থেকে ROR সিলেক্ট করুন নিচে নাম্বার উল্লেখ করে সাবমিট করে Khatian Download করে নিন।
West Bengal Porcha Download Website Link:– Click