ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিংক করুন, নতুন পদ্ধতি দেখুন
আপনার ভোটার কার্ডে যদি মোবাইল নাম্বার লিংক করা না থাকে, তাহলে আপনি কিন্তু অনলাইন থেকে আপনার ভোটার কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন না।
তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে কিভাবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার ও জিমেইল আইডি লিংক করবেন। আপনি কিন্তু অনলাইনের মাধ্যমেই বাড়িতে বসে ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিংক করতে পারবেন খুব সহজেই। নিচের কয়েকটি ধাপ ফলো করে নিজের ও পরিবারের সকলের ভোটার কার্ড এর সাথে মোবাইল নাম্বার লিংক করে নিন চটপট।
How To Link Voter Card & Mobile Number | Voter Card Mobile Number Link Online
১) প্রথমে আপনাকে Play Store এ আসতে হবে।
২) এরপর Voter Helpline App টি ডাউনলোড করে ওপেন করুন।
৩) এরপর New Voter Registration এ ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে From 8 এ ক্লিক করুন।
৫) এরপর মোবাইল নাম্বার দিয়ে লগইন করুন।
৬) যার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিংক করতে চান,তার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে Next এ ক্লিক করুন।
৭) এরপর মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে সাবমিট করুন।
৮) পরবর্তী পেজে Correction Of Entries এ ক্লিক করে,মোবাইল নাম্বার অপশন সিলেক্ট করে মোবাইল নাম্বার বসিয়ে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।
৯) এরপর Reference Number পেয়ে যাবেন, সেই নাম্বার দিয়ে Status Check করুন, Track Application Status এ ক্লিক করে।
Voter Helpline App Download Link:-