টেক টিপস

পুরাতন ভোটার কার্ড পরিবর্তন করে নতুন ডিজিটাল ভোটার কার্ড অর্ডার করুন অনলাইনে মোবাইলে

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

যদি আপনার ভোটার কার্ডটি পুরাতন ভোটার কার্ড হয়ে থাকে, তাহলে এখন আপনি সেই ভোটার কার্ডটিকে ডিজিটাল নতুন ভোটার কার্ডে পরিবর্তন করে বাড়িতে আনতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিংবা আপনার ভোটার কার্ডটি যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলেও আপনি সেই ভোটার কার্ডটির পরিবর্তে নতুন ডিজিটাল ভোটার কার্ড অর্ডার করতে পারবেন অনলাইনে। এরপর সেই ভোটার কার্ডটি আপনার বাড়িতে চলে আসবে। দেখুন নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো….

How To Order Digital Voter Card Online West Bengal. PVC Voter Card Online Order. Voter Card Replacement Online. Voter Card Reprint Online.

১) প্রথমে আপনাকে NVSP এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর সেখানে লগইন এ ক্লিক করে রেজিষ্ট্রেশন করা না থাকলে, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে আইডি পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগইন করুন।
৩) এরপর Application for Correction/Shifting/ Duplicate EPIC and Marking of PwD তে ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে Next এ ক্লিক করুন।
৫) পরবর্তী পেজে Issue of Replacement Without Correction এ ক্লিক করুন।
৬) এরপর নিচে আধার কার্ড নাম্বার ও মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে, এরপর কেন নতুন ডিজিটাল ভোটার কার্ড চাচ্ছেন তার কারন সিলেক্ট করে সাবমিট করুন।

৭)এরপর আপনার সামনে রেফারেন্স নাম্বার চলে আসবে, সেই নাম্বার দিয়ে Status Check করে দেখে নিন, আবেদন এপ্রুভ হয়েছে নাকি বাতিল হয়েছে।

Voter Card Status Check

১) প্রথমে আপনাকে NVSP Portal এ যেতে হবে।
২) এরপর Track Application Status এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Reference Number বসিয়ে দিয়ে ও রাজ্যের নাম সিলেক্ট করে সাবমিট করুন।
৪) এরপর দেখে নিন আবেদন এপ্রুভ হয়েছে নাকি বাতিল হয়েছে।

Website Link:- ক্লিক 

Related Articles

Back to top button