টেক টিপস

আধার কার্ড ডাউনলোড মোবাইল নাম্বার ছাড়াই নতুন আপডেট দেখুন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

আধার কার্ড এর সবথেকে বড়ো আপডেট চলে আসলো। আমরা প্রত্যেকেই জানি যে, আধার কার্ড ডাউনলোড করতে গেলে আমাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক থাকতে হবে। তা না হলে আমরা আধার কার্ড ডাউনলোড করতে পারবো না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ইতিমধ্যেই Uidai এর তরফ থেকে Tweet করে জানিয়ে দেওয়া হয়েছে নতুন Aadhar Face Rd Service নিয়ে। Aadhaar Face Rd সার্ভিস এর মাধ্যমে এখন আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক না থাকলেও আধার কার্ড ডাউনলোড করা যাবে।

Aadhar Face Rd Service কিভাবে কাজ করবে। এটা কাজ করবে Face এর মাধ্যমে অর্থাৎ আমাদের মুখমণ্ডল দেখিয়ে আধার কার্ড ডাউনলোড করতে পারবো। এরজন্য আধার কার্ড এর তরফ থেকে নতুন Aadhar Face Rd App চালু করা হয়েছে। কিভাবে ব্যবহার করবেন, কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো দেখুন

How To Use Aadhar Face Rd App Bengali:- 

১) প্রথমে আপনাকে প্লে স্টোর এ আসতে হবে।

২) এরপর Aadhar Face Rd App Download করে নিন।

৩) ওপেন করতেই পরবর্তী পেজে বিভিন্ন আকৃতি দেখিয়ে দেওয়া রয়েছে মুখমণ্ডল এর।

৪) আপনাকে মোবাইল এর ক্যামেরার সামনে ভালো ভাবে দাড়াতে হবে ও আলোর মধ্যে থাকতে হবে।

৫) এরপর মুখমণ্ডল স্ক্যান হয়ে গেলে আধার কার্ড ডাউনলোড অপশন চলে আসবে। সেখান থেকে খুব সহজেই আধার কার্ড ডাউনলোড করতে পারবেন।

Aadhar Face Rd App Download Link:-

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক

Related Articles

Back to top button