টেক টিপস

খাদ্য দপ্তরে নতুন মোবাইল অ্যাপস খাদ্য সাথী আমার রেশন, সমস্ত সমস্যার সমাধান মোবাইলে এখন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

খাদ্য দপ্তরে নতুন মোবাইল অ্যাপস চালু করলো খাদ্য সাথী আমার রেশন(Khadya Sathi – Aamar Ration) মোবাইল অ্যাপস নামে।এখন একটি মোবাইলে অ্যাপসে রেশন কার্ডের সমস্ত সুবিধা পেয়ে যাবেন। প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে মোবাইল অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরে গিয়ে Khadya Sathi – Aamar Ration লিখে সার্চ করলেই অ্যাপসটি চলে আসবে। এরপর ডাউনলোড করে খুলতেই বিভিন্ন অপশন দেখা যাবে যার মাধ্যমে বিভিন্ন সুবিধা পাবেন আপনি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Ration Card Application Search:- এই অপশনের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার নতুন/সংশোধন/রেশন কার্ড ট্রান্সফার ইত্যাদির আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনি কত নম্বার ফর্ম ফিলাপ করেছেন তা সিলেক্ট করে নাম্বার বসিয়ে দিলেই সমস্ত ডিটেইলস চলে আসবে।

Check Entitlement Of Food Grains:- এই অপশন থেকে আপনার রেশন কার্ড ক্যাটাগরি অনুয়ায়ী কোন মাসে কতগুলো করে রেশন পাবেন,চাল,আটা/গম,চিনি ইত্যাদি তা চেক করতে পারবেন।

Ration Card Related Service:– এই অপশনের মাধ্যমে আপনি অসংখ্য কাজ করতে পারবেন অনলাইনে। যেমনঃ-
Form 3 New Subsidised Ration Card

Form 4 – Add New Member

Form 5 – Name & Address Change

Form 6 Change FPS

Form 7 – Surrender Ration Card

Form 8 – Ration Card Category Change

Form 9 – Duplicate Ration Card

Form 10-Non Subsidised Ration Card

Form 13 Shift Some Members of the Family

Form 14 – Shift an Individual to a New Family

আপনার যেই সমস্যা আপনি সেই অপশনে ক্লিক করে অনলাইনে তা সমাধান করতে পারবেন বাড়িতে বসে মোবাইল ফোন দিয়েই।

Find Nearest Ration FPS(Ration Shop):- এখানে আপনি দেখতে পারবেন যে,আপনার নিকটবর্তী কোন রেশন দোকান রয়েছে যেখানে চাল,আটা/গম,চিনি ইত্যাদি খাদ্য শষ্য দেওয়া হয় রেশনের। আপনার জেলার নাম, ব্লকের নাম ইত্যাদি দিয়ে সার্চ করে।

Find Neatest Kerosene Shop:- এখানে আপনি দেখতে পারবেন যে,আপনার নিকটবর্তী কোন রেশন দোকান রয়েছে যেখানে কেরোসিন তেল দেওয়া হয় রেশনের। আপনার জেলার নাম, ব্লকের নাম ইত্যাদি দিয়ে সার্চ করে।

Khadya Sathi – Aamar Ration App Download Link:-

Download

Related Articles

Back to top button