টেক টিপস

ট্রেনের টিকিট কিভাবে কাটবেন অনলাইনে মোবাইলে দেখুন 2022

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

ট্রেনে যাতায়াত করার জন্য আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে। ট্রেনের টিকিট কিভাবে কাটবেন,তা আজকে আমরা দেখে নিচ্ছি। ট্রেনের টিকিট আপনি দুই ভাবে কাটতে পারবেন। অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারবেন ও অফলাইনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আজকে আমরা দেখে নিচ্ছি যে, কিভাবে আপনি অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে ট্রেনের টিকিট কাটবেন ও কত টাকা করে লাগবে? নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…

Train Ticket Booking Online Process:-


১) প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে IRCTC Mobile App টি ডাউনলোড করতে হবে।


২) App ওপেন করতেই আপনাকে User id & Password বসিয়ে লগইন করতে হবে।
৩) কিংবা নতুন করে আইডি বানানোর জন্য Register User এ ক্লিক করে, নাম-ঠিকানা-মোবাইল নাম্বার-জিমেইল আইডি ইত্যাদি দিয়ে লগইন করুন।
৪) এরপর Plan My Journey তে ক্লিক করুন।
৫) পরবর্তী পেজে আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশন যেতে চান তা সিলেক্ট করুন ।


৬) এরপর কোন তারিখের টিকিট কাটতে চান তা সিলেক্ট করে Search Train এ ক্লিক করুন।
৭) সমস্ত ট্রেনের লিস্ট চলে আসবে এবার। এবার আপনি কোন ট্রেনে যাতায়াত করতে চান তা সিলেক্ট করুনও Passengers Details এ ক্লিক করে এগিয়ে যান।

ট্রেন টিকিট বুকিং অনলাইনঃ- দেখুন ভিডিও
৮) এরপর কত জন মেম্বারের জন্য টিকিট কাটতে চান তাদের নাম,বয়স Add করুন ও সাবমিট করুন।
৯) পরবর্তী পেজে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট হয়ে গেলেই আপনি টিকিট পেয়ে যাবেন।

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক 

Related Articles

Back to top button