ট্রেনের টিকিট কিভাবে কাটবেন অনলাইনে মোবাইলে দেখুন 2022

Published By: MD 360 NEWS | Updated:

ট্রেনে যাতায়াত করার জন্য আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে। ট্রেনের টিকিট কিভাবে কাটবেন,তা আজকে আমরা দেখে নিচ্ছি। ট্রেনের টিকিট আপনি দুই ভাবে কাটতে পারবেন। অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারবেন ও অফলাইনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আজকে আমরা দেখে নিচ্ছি যে, কিভাবে আপনি অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে ট্রেনের টিকিট কাটবেন ও কত টাকা করে লাগবে? নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…

Train Ticket Booking Online Process:-


১) প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে IRCTC Mobile App টি ডাউনলোড করতে হবে।


২) App ওপেন করতেই আপনাকে User id & Password বসিয়ে লগইন করতে হবে।
৩) কিংবা নতুন করে আইডি বানানোর জন্য Register User এ ক্লিক করে, নাম-ঠিকানা-মোবাইল নাম্বার-জিমেইল আইডি ইত্যাদি দিয়ে লগইন করুন।
৪) এরপর Plan My Journey তে ক্লিক করুন।
৫) পরবর্তী পেজে আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশন যেতে চান তা সিলেক্ট করুন ।


৬) এরপর কোন তারিখের টিকিট কাটতে চান তা সিলেক্ট করে Search Train এ ক্লিক করুন।
৭) সমস্ত ট্রেনের লিস্ট চলে আসবে এবার। এবার আপনি কোন ট্রেনে যাতায়াত করতে চান তা সিলেক্ট করুনও Passengers Details এ ক্লিক করে এগিয়ে যান।

ট্রেন টিকিট বুকিং অনলাইনঃ- দেখুন ভিডিও
৮) এরপর কত জন মেম্বারের জন্য টিকিট কাটতে চান তাদের নাম,বয়স Add করুন ও সাবমিট করুন।
৯) পরবর্তী পেজে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট হয়ে গেলেই আপনি টিকিট পেয়ে যাবেন।

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক