টেক টিপস

জন্ম সার্টিফিকেট ভুল সংশোধন অনলাইনে-নাম,ঠিকানা,বাবা/মায়ের নাম ইত্যাদি নতুন পদ্ধতি দেখুন 2024!

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

জন্ম সার্টিফিকেট ভুল সংশোধন করুন এখন অনলাইনে বাড়িতে বসে। জন্ম সার্টিফিকেট সংশোধন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে? কিভাবে সঠিক পদ্ধতিতে জন্ম সার্টিফিকেট ভুল সংশোধন করবেন, তা দেখে নিন আজকের প্রতিবেদনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যদি আপনার জন্ম সার্টিফিকেটের মধ্যে নাম ভুল থাকে কিংবা বাবা বা মায়ের নাম ভুল থাকে,তাহলে এখন অনলাইনে বাড়িতে বসে জন্ম সার্টিফিকেট ঠিক করে ফেলুন। শুধু তাই নয় জন্ম সার্টিফিকেটের মধ্যে যদি ঠিকানাও ভুল থাকে, সেই ঠিকানাও পরিবর্তন করতে পারবেন অনলাইনে।

জন্ম সার্টিফিকেট ভুল সংশোধন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবেঃ-

১) বাবার নাম সংশোধন/ঠিক করার জন্য, বাবার আধার কার্ড/ভোটার কার্ড/রেশন কার্ড/পাসপোর্ট/রেজিস্ট্রারের কাছ থেকে সার্টিফিকেট- যেকোনো একটি লাগবে।
২) মায়ের নাম ভুল সংশোধন করার জন্য, মায়ের রেশন কার্ড/ভোটার কার্ড/ পাসপোর্ট/ আধার কার্ড/ রেজিস্ট্রার কিংবা সাব রেজিস্ট্রারের কাছ থেকে সার্টিফিকেট – যেকোনো একটি লাগবে।
৩) জন্ম সার্টিফিকেটে নিজের নাম/শিশুর নাম সংশোধন করার জন্য কোর্টের Affidavit অর্থাৎ হলফনামা শংসাপত্র লাগবে।
৪) ঠিকানা পরিবর্তন করার জন্য বাবা মায়ের ডকুমেন্টস দিয়েই হয়ে যাবে।

জন্ম সার্টিফিকেট ভুল সংশোধন / Birth Certificate Correction Online West Bengal / Birth Certificate Name Change Online

১) প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর Citizen Service>Birth>Birth Certificate Correction এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আপনার জন্ম সার্টিফিকেট নাম্বার উল্লেখ করে Get OTP তে ক্লিক করুন। আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বারে OTP আসবে, তা উল্লেখ করে Submit OTP তে ক্লিক করুন। নিচে আপনার জন্ম সার্টিফিকেটের তথ্য চলে আসবে, পাশে থাকা Apply এ ক্লিক করুন।
৪) এরপর আপনার সামনে নতুন একটি পেজ আসবে, যেখানে সঠিকভাবে ভুল গুলো সংশোধন করে ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে Pdf আকারে 250KB এর মধ্যে।
৫) সঠিক ভাবে সমস্ত ঘর ফিলাপ করে হয়ে গেলে নিচে সাবমিট এ ক্লিক করুন। সাবমিট করতেই আপনার আবেদন সঠিক ভাবে হয়ে যাবে। এখন আপনি একটি Acknowledgement Number পাবেন, এছাড়াও রেজিস্ট্রার মোবাইল নাম্বারে সেই নাম্বার চলে আসবে। যা দিয়ে পরবর্তীতে Status Check করতে পারবেন ও সঠিক জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

Birth Certificate Status Check Online / Birth Certificate Download Online

১) প্রথমে আপনাকে জন্ম সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর Citizen Service এ ক্লিক করে Birth এ ক্লিক করুন।
৩) এরপর Track Application এ ক্লিক করে Acknowledgement number ও জন্ম তারিখ উল্লেখ করে স্ট্যাটস চেক করে নিন।
৪) জন্ম সার্টিফিকেট সংশোধন হয়ে গেলে Download Certificate অপশনে ক্লিক করে Acknowledgement/Certificate No উল্লেখ করে জন্ম সার্টিফিকেট ডাউনলোড করে নিন।

West Bengal Birth Certificate Website Link:Click

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের অফিসিয়াল WhatsApp গ্রুপে জয়েন্ট করুন: Join Link

Related Articles

Back to top button