জমি জায়গার খাজনা অনলাইন কিভাবে দিবেন দেখুন

Published By: MD 360 NEWS | Updated:
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

অকৃষি জমির খাজনা দেওয়ার জন্য আর কোথাও গিয়ে লাইনে দাড়াতে হবে না। এখন বাড়িতে বসেই অনলাইনে জমির খাজনা দিতে পারবেন। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি জমির খাজনা দিতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বাংলারভূমি পোর্টাল থেকে আপনি খুব সহজেই আপনার অকৃষি জমির খাজনা দিতে পারবেন। নিম্নের কয়েকটি ধাপ ফলো করলেই হয়ে যাবে…

জমি জায়গার খাজনা অনলাইন কিভাবে দিবেন দেখুন মোবাইলে 

১) প্রথমে আপনাকে https://banglarbhumi.gov.in/ ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর Sign Up এ ক্লিক করে নাম,ঠিকানা,মোবাইল নাম্বার, পাসওয়ার্ড বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করুন।
৩) এরপর Sign In এ ক্লিক করে আইডি(মোবাইল নাম্বার) ও পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগইন করুন।
৪) এরপর Citizen Service এ ক্লিক করে Online Application থেকে LAND REVENUE(KHAJNA) APPLICATION এ ক্লিক করুন।
৫) এরপর জেলার নাম,আবেদন কারীর নাম,ঠিকানা, মোবাইল নাম্বার, খতিয়ান নাম্বার বসিয়ে দেখে নিন কত টাকা খাজনা দিতে হবে।
৬) এরপর অনলাইনে পেমেন্ট করে দিলেই হয়ে যাবে।

LAND REVENUE(KHAJNA) APPLICATION Online Link:- Apply

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক

বিঃদ্রঃ- Md 360 News পোর্টাল আপনাদেরকে সদা সর্বদা নির্ভুল খবর দিয়ে থাকে। রাজ্য বা কেন্দ্র, দেশ কিংবা বিদেশের সরকারি ও বেসরকারি চাকরির আপডেট ও খবর সবার আগে দেখুন Md 360 News পোর্টালে। তবে মনে রাখবেন, Md 360 News পোর্টাল কোনো নিয়োগকারী সংস্থা নয়। আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে, তা সহজ সরল ভাষায় Md 360 News পোর্টালে আর্টিকেল আকারে তুলে ধরে থাকি। যাতে আপনারা সহজেই পশ্চিমবঙ্গের বিশ্বস্ত পোর্টালের(Md 360 News) মাধ্যমে, তা হাতের গোড়ায় পেয়ে থাকেন।
About Author