খালেদা জিয়ার শেষকৃত্যে ঢাকায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তারেক রহমানের হাতে তুলে দিলেন মোদীর ব্যক্তিগত চিঠি

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন।  শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।  এবার সরাসরি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে মঙ্গলবার ঢাকায় পৌঁছালেন ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ভারতের বায়ুসেনার বিশেষ বিমানে করে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।  বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ও ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন আধিকারিকরা।

এবং এস জয়শঙ্কর ঢাকায় পৌঁছানোর পর তার প্রয়াত প্রধানমন্ত্রীর ছেলে তথা‌ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটি ব্যক্তিগত শোকবার্তা তারেক রহমানের হাতে তুলে দেন তিনি।

এদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।  পাশাপাশি একদিনের সাধারণ ছুটির কথাও জানানো হয়।  আজ দুপুর দুটোয় ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার নমাজ অনুষ্ঠিত হবে।  খালেদা জিয়াকে তার স্বামী, সে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হবে। শেষকৃত্য উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের প্রতিনিধিদল, রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, এদিন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তাঁর নিজস্ব এক্স অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারত সরকার ও ভারতের জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করেন।

 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।