চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর স্টাফ সিলেকশন কমিশন (SSC), সম্প্রতি প্রকাশ করেছে ২০২৫ সালের Junior Engineer (JE) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ১৭৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনে শিক্ষাগত যোগ্যতা: সিভিল, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে তাহলে আবেদনকারীরা আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। তবে এস এস সি এখনও আবেদনের সময়সূচি ঘোষণা করেনি।
তবে পরীক্ষার সম্ভাব্য তারিখ: ২৭ অক্টোবর – ৩১ অক্টোবর ২০২৫
প্রকাশিত তালিকায় ১৫টি দপ্তরে বিভিন্ন পদে এই নিয়োগ করবে বলে জানা গেছে। SSC জুনিয়র ইঞ্জিনিয়ার ২০২৫-এ সবচেয়ে বেশি নিয়োগ হবে BRO-তে, যেখানে Civil বিভাগে ৭৯৬টি এবং Electrical & Mechanical বিভাগে ১৬৩টি বিভাগে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে। এর পরেই MES-এ ৩৩৮টি, এবং CPWD-এ ৩০৪টি পদ রয়েছে। এছাড়াও Central Water Commission, Farakka Barrage Project এবং DGQA-তেও রয়েছে উল্লেখযোগ্য শূন্যপদ।
