লরির সঙ্গে একটি বাসের ধাক্কায় বাসে আগুন লেগে ১৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোররাত একটা নাগাদ কর্ণাটকের ৪৮ নম্বর জাতীয় সড়কে।
পুলিশ সূত্রের খবর , ওই দিন বাসটি ৩২ জন যাত্রী নিয়ে বেঙ্গালুরু থেকে শিবমোগা উদ্দেশে রওনা দেয়। রাত একটা নাগাদ চিত্রদুর্গ জেলার মধ্য দিয়ে যাওয়ার সময় একটি লরি বাসটিকে সজোরে ধাক্কা মারে এর পর বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সংঘর্ষের পরই বাসে আগুন ধরে যায় এবং অল্প সময়ের মধ্যেই পুরো বাসটি আগুনে পুড়ে যায়। ‘সি বার্ড’ নামের এই বেসরকারি বাস বেঙ্গালুরু থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে শিবমোগা যাচ্ছিল।
জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বহু যাত্রী বেরিয়ে আসতে পারেননি। ঘটনাস্থলেই অন্তত ১৭ জনের মৃত্যু হয়। এবং আহতদের উদ্ধার করে যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
তবে প্রাথমিক তদন্তের পর জানা গেছে লরি চালকের অবহেলার কারণে এত বড় ভয়াবহ দূর্ঘটনা। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত চলছে।
