২০২৫-২৬ খরিফ মরশুমে চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ শুরু করে দিলেন পশ্চিমবঙ্গ সরকার। গত বছরের ন্যায় এই বছরও শুরু হয়েছে চাষিদের কাছ থেকে কেনার কাজ। এবার ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ২৩৬৯ টাকা প্রতি কুইন্টাল।
ধান সরকারের কাছে বিক্রি করার আগে অবশ্যই আপনাকে ধান ক্রয় সেন্টার, তারিখ ও সময় বুক করতে হবে। তাহলে দেখে নিন আজকের প্রতিবেদনে কিভাবে ধান বিক্রি করার জন্য স্লট বুকিং করবেন, কত দিনের মধ্যে বিক্রিত ধানের টাকা পাবেন?
ধান বিক্রি করার পর টাকা কিভাবে পাওয়া যাবে?
রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান ক্রয় করছেন। কৃষকদের বিক্রিত ধানের অর্থ সরাসরি কৃষককের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। আর এই বিক্রিত ধানের টাকা কৃষকদের অ্যাকাউন্টে তিন কর্মদিবসের মধ্যে জমা হবে।
একজন চাষি সর্বাধিক কত কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন?
২০২৫-২৬ খরিফ মরশুমে একজন চাষি সর্বাধিক ৯০ কুইন্টাল ধান সরকারের কাছে বিক্রি করতে পারবেন। তবে রেজিস্ট্রেশন করার সময় উল্লেখিত জমির পরিমাণ অনুযায়ী যত কুইন্টাল ধান বিক্রি করার অনুমতি রয়েছে, ততো কুইন্টাল ধান সরকারি সেন্টারে বিক্রি করতে পারবেন কৃষককেরা। চাষিরা চাইলে একসঙ্গে তাদের ধান বিক্রি করতে পারবেন কিংবা চাইলে ধাপে ধাপেও তাদের ধান সরকারের কাছে বিক্রি করতে পারবেন।
Kisan Mandi Dhan Bikri Online Date Booking – কিষান মান্ডি ধান বিক্রি তারিখ বুকিং পদ্ধতি দেখুন –
১) সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকেও ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর খাদ্য ও সরবরাহ বিভাগের অফিসিয়ালের পোর্টালে থাকা Farmer Self Scheduling এই লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে ★ Aadhaar Card ★ Epic No ★ Krishak Bandhu ID ★ Registration No – যেকোনো একটি সিলেক্ট করুন ও নিচে সেই নাম্বারটি উল্লেখ করে Submit এ ক্লিক করুন।
৪) এরপর রেজিস্ট্রার মোবাইল নাম্বারে OTP আসবে, তা উল্লেখ করে OTP Verify করুন।
৫) এরপর কোন ধান সেন্টারে ধান বিক্রি করতে চান তা উল্লেখ করুন – Block, Procurement Center ও Venue Address উল্লেখ করুন, এরপর ক্যালেন্ডার থেকে একটি তারিখ সিলেক্ট করুন (যে তারিখে ধান বিক্রি করতে চান) ও Submit এ ক্লিক করুন।
৬) পরবর্তী পেজে Bank এর তথ্য দেখতে পারবেন, তা মিলিয়ে নিন। এরপর নিচে থাকা Yes এ ক্লিক করুন।
৭) এরপর কৃষকদের তথ্য দেখতে পারবেন, নিচে থাকা Confirm এ ক্লিক করুন।
৮) পরবর্তী পেজে কত কুইন্টাল ধান বিক্রি করতে চান তা উল্লেখ করে Next এ ক্লিক করুন।
৯) এরপর কোন Time এ ধান সেন্টারে নিয়ে যেতে চান, সেই সময় উল্লেখ করে – পাশে থাকা যেকোনো একটি স্লট সিলেক্ট করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।
১০) এরপর একটি স্লিপ পেয়ে যাবেন। ধান সেন্টারে সেই স্লিপ ও কৃষকদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্কের তথ্য সহকারে নির্ধারিত সময়ে কৃষকদের সেই সেন্টারে ধান নিয়ে উপস্থিত হতে হবে।
Kisan Mandi Dhan Bikri Online Date Booking Online Apply Link:- Click Now














