প্রকল্প

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আজ থেকে ডাবল দিচ্ছে, চেক করুন তাড়াতাড়ি মেবাইলে!

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

আগেই জানিয়ে দিয়েছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে। কত টাকা বাড়বে, সেটিও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কথা মতো আজ থেকে ডাবল টাকা আসা শুরু করে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনকারী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মাননীয়য় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এপ্রিল মাস থেকে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বেশি করে আসতে চলেছে। যারা প্রতি মাসে 500 টাকা করে পেতো, তাঁরা সকলেই এপ্রিল মাস থেকে 1000 টাকা করে পাবেন। আর যারা 1000 টাকা করে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতো, তাঁরা এপ্রিল মাস থেকে শুরু করে প্রতি মাসে 1200 টাকা করে পাবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা মতো,আজ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনকারী মহিলাদের Bank Account এ 500 টাকার বদলে 1000 টাকা আর 1000 টাকার বদলে 1200 টাকা করে আসা শুরু করে দিলো।

এখন আপনি অনলাইনে চেক করে দেখে নিন Lakshmi Bhandar Prakalpa টাকা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। এরজন্য নিচের কয়েকটি ধাপ ফলো করুন।

Lakshmi Bhandar Prakalpa Status Check Online. Lakshmi Bhandar Payment Status Check Online

১) প্রথমে আপনাকে www.socialsecurity.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর Track Application Status এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার/মোবাইল নাম্বার/Application Id / স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার – যেকোনো একটি উল্লেখ করুন ও নিচে থাকা ক্যাপচার কোর্ড উল্লেখ করে সার্চে ক্লিক করুন।
৪) এরপর নিচে আপনার সমস্ত তথ্য ও কোন Bank Account এ টাকা জমা হবে বিস্তারিত দেখে নিন।

Lakshmi Bhandar Status Check Website Link:- Click 

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের অফিসিয়াল WhatsApp Group এ জয়েন্ট করুন: Join Now

Related Articles

Back to top button