স্কলারশিপ, প্রকল্পের টাকা কিভাবে চেক করবেন অনলাইনে। কৃষক বন্ধু প্রকল্প, ঐক্যশ্রী স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, SC/ST/OBC স্কলারশিপ, লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা, PM Kisan ইত্যাদি। আপনি খুব সহজেই মোবাইল দিয়েই এই সমস্ত স্কলারশিপ, প্রকল্পের টাকা চেক করতে পারবেন বাড়িতে বসে।
রুপশ্রী প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেনঃ– রুপশ্রী প্রকল্পের মাধ্যমে মেয়েরা বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা পেয়ে থাকে।মুখ্যমনত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছেন।এখানে অফলাইনে আবেদন করতে হয়।ফর্ম নিকটবর্তী BDO/SDO/KMC/ দুয়ারে সরকার অফিসে পাওয়া যায় ও সেখানেই জমা করতে হয়। দেখুন কিভাবে চেক করবেন..
১) প্রথমে Rupashree Prakalpa এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।
২) এরপর Track Application এ ক্লিক করে আপনার Application Number ও কোন বছর আবেদন করেছেন সেই সাল উল্লেখ করে সাবমিট করুন।
৩) এরপর নিচে সমস্ত ডিটেইলস চলে আসবে, আবেদন এপ্রুভ হয়েছে নাকি বাতিল, স্ট্যাটাস কতদূরে, টাকা কোন তারিখ পাঠিয়েছে সবকিছু।
Rupashree Prakalpa Status Check Online:- Link
PM Kisan টাকা চেকঃ– প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছেন কৃষকদের জন্য। এখানে কৃষকেরা বছরে ৬ হাজার টাকা করে পেয়ে থাকেন। কিভাবে চেক করবেন…
১) প্রথমে আপনাকে PM Kisan Samman Nidhi Yojana এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর নিচে Beneficiary Status এ ক্লিক করে আধার কার্ড নাম্বার কিংবা একাউন্ট নাম্বার দিয়ে চেক করে নিন টাকা আসলো কিনা।
Website Link:- Click
Krishak Bandhu Status Check Online:- মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন। যেখানে কৃষকেরা সর্বাধিক ১০ হাজার টাকা ও সর্বনিম্ন ৪ হাজার টাকা করে বছরে পেয়ে থাকেন।অফলাইনে কৃষি অফিসে কিংবা দুয়ারে সরকারে আবেদন করতে হয়।কিভাবে চেক করবেন..
১) Krishak Bandhu এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।
২) এরপর নথীভুক্ত কৃষকের তথ্যে ক্লিক করুন ও ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে সাবমিট করুন।
৩) এরপর আপনার সামনে আপনার স্ট্যাটাস চলে আসবে। আবেদন এপ্রুভ হয়েছে নাকি হয়নি। টাকা পাঠালো কিনা ইত্যাদি।
Website Link:- Click
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা চেকঃ– ছাত্র ছাত্রীদরে জন্য রাজ্য সরকার ও কেন্দ্র সরকার বিভিন্ন স্কলারশিপ চালু করেছেন। এর মধ্যে একটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। কিভাবে স্ট্যাটাস চেক করবেন দেখুন…
১) প্রথমে আপনাকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Log in এ ক্লিক করে Application Id & Password বসিয়ে দিয়ে লগইন করুন।
৩) এরপর আপনার সামনে সবকিছু চলে আসবে আপনার আবেদন এপ্রুভ হয়েছে নাকি হয়নি। কোন কোন স্টেপ ভেরিফাই হয়েছে সব।
Swami vivekananda Scholarship Website:- Click
ঐক্যশ্রী স্কলারশিপ টাকা চেকঃ-
১) প্রথমে Aikyashree Scholarship Portal এ আসুন।
২) এরপর Track Application এ ক্লিক করুন।
৩) জেলার নাম বসিয়ে দিয়ে এগিয়ে যান।
৪) এরপর Application Id, DOB, Year সিলেক্ট করে সাবমিট করুন।
৫) এরপর সবকিছু দেখতে পারবেন কতদূর পর্যন্ত ভেরিফিকেশন হয়েছে।
Website Link:- Click
Oasis স্কলারশিপ টাকা চেকঃ-
১) প্রথমে Oasis Scholarship Portal এ আসুন।
২) এরপর Track Application এ ক্লিক করুন।
৩) জেলার নাম বসিয়ে দিয়ে এগিয়ে যান।
৪) এরপর Application Id, ক্যাপচার কোড, Year সিলেক্ট করে সাবমিট করুন।
৫) এরপর সবকিছু দেখতে পারবেন কতদূর পর্যন্ত ভেরিফিকেশন হয়েছে।
Website Link:- Click
লক্ষীর ভান্ডার টাকা চেক কররা জন্য ব্যাঙ্কে গিয়ে পাশবই আপডেট করতে হবে এছাড়াও নিকটবর্তী BDO/SDO/KMC অফিসে তে স্ট্যাটাস চেক করতে পারবেন।
ওয়েবসাইট লিংকঃ Click
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক