প্রকল্প

আজ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো,চেক করুন টাকা কোন Bank এ আসবে?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

আজ থেকে শুরু হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া। আপনি যদি নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করে থাকেন,তাহলে আজকের প্রতিবেদনটি ভালো ভাবে দেখুন। নতুন/পুরনো সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাসিক টাকা পাঠানো শুরু হলো চলতি মাসের।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সের মধ্যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। রাজ্যের সকল তপশিলি জাতি ও উপজাতি পরিবারের যোগ্য মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে থাকেন। এছাড়াও বাকি সকল ক্যাটাগরির মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে 500 টাকা করে পাঠানো হয়।

আজ থেকে চলতি মাসের টাকাও সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে পাঠানো শুরু হলো। আপনি অনলাইনে বাড়িতে বসে, দেখে নিন মোবাইল ফোন দিয়ে কয়েকটি ধাপ ফলো করে আপনার টাকা কোন ব্যাঙ্কে জমা হচ্ছে। আপনার আবেদন এর স্থিতি বর্তমানে কি রয়েছে।

Lakshmi Bhandar Prakalpa Payment Status Check 2024 Online. Lakshmi Bhandar Prakalpa Status Check

১) প্রথমে আপনাকে Lakshmi Bhandar Prakalpa এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর Track Application Status এ ক্লিক করুন।
৩) এরপর আপনার Application Id/Registered Mobile No/Swasthya Sathi Card Number/Aadhaar Card নাম্বার ইত্যাদি যেকোনো একটি উল্লেখ করে সার্চ করুন।
৪) এরপর আপনার সামনে আপনার আবেদন এর স্থিতি চলে আসবে, সেখান থেকে দেখে নিন আপনার আবেদন এপ্রুভ হয়েছে কিনা।
৫) পাশাপাশি দেখে নিন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে ইত্যাদি।

Laxmi Bhandar Status check with Application ID/Mobile Number/Aadhaar Number:- Click 

Related Articles

Back to top button