আপনি যদি ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। ড্রাইভিং লাইসেন্স আপনি অনলাইনেই বাড়িতে বসে দিতে পারবেন।
শুধু তাই নয় অনলাইনেই পেমেন্ট করতে পারবেন ও অনলাইনেই ড্রাইভিং লাইসেন্স এর জন্য পরীক্ষা দিতে পারবেন। আপনার যদি Learner Licence Online Exam দিয়ে থাকেন ও পাশ করেছেন তাহলে আপনি এখন Learner Licence Online এ ডাউনলোড করতে পারবেন।
আপনি কিভাবে মোবাইল ফোন দিয়ে লার্নার লাইসেন্স ডাউনলোড করবেন তা আজকে আমরা আলোচনা করেছি।
Learner Licence Online Download West Bengal:-
১) প্রথমে আপনাকে Mparivahan এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস এ ক্লিক করতে হবে।
৩) এরপর আপনার রাজ্যের নাম সিলেক্ট করুন ও এগিয়ে যান।
৪) এরপর আপনার সামনে Dashboard চলে আসবে, সেখান থেকে আপনাকে Learner Licence অপশনে ক্লিক করে Learner Licence Print 3 Option সিলেক্ট করে এগিয়ে যান।
৫) এরপর আপনি আপনার Learner Licence 3 ভাবে ডাউনলোড করতে পারবেন। হয় Application নাম্বার কিংবা মোবাইল নাম্বার অথবা লাইসেন্স নাম্বার ও জন্ম তারিখ বসিয়ে দিয়ে সাবমিট করলেই লাইসেন্স ডাউনলোড হয়ে যাবে।
মনে রাখবেন, এই Learner Licence পাওয়ার ৩০ দিন পর আপনাকে ড্রাইভিং লাইসেন্স এর জন্য অনলাইনে আবেদন করতে হবে।
Mparivahan Website Link:– Check
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক