রাজধানী দিল্লিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা নিয়ে নতুন করে বিতর্ক ছড়িয়েছে সারা বাংলা জুড়ে। দিল্লি পুলিশের একটি চিঠিতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলা হয়েছেযা নিয়ে পশ্চিমবঙ্গজুড়ে চলছে তীব্র ক্ষোভ। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চিঠিটি পাঠানো হয়েছে এক কর্মকর্তার উদ্দেশ্যে। সেখানে বলা হয়েছে বাংলাদেশি সন্দেহে আটক কিছু ব্যক্তির নথিতে ‘বাংলাদেশি ভাষা’ রয়েছে। সেগুলো অনুবাদের জন্য বাংলা ভাষার দোভাষী প্রয়োজন। এই চিঠিটা নিয়ে বঙ্গ রাজনীতি মহল থেকে শুরু করে সেলিব্রেটির মধ্যে শুরু হয়েছে জল্পনা।
তৃণমূলের দাবি ‘এটা কোনো ভুল নয়- এটি একটি ইচ্ছাকৃত অপমান, পরিকল্পিত চক্রান্ত- যেখানে সংবিধানে স্বীকৃত এবং ধ্রুপদী ভাষার মধ্যে অন্যতম একটি ভাষাকে পরিচয়হীন করে দেওয়া হচ্ছে এবং কোটি কোটি বাংলা ভাষাভাষী ভারতবাসীকে নিজেদের দেশেই বহিরাগত হিসেবে তুলে ধরার অপচেষ্টা চলছে।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স এ টুইট করেন জানান—
“বাংলা আমাদের মাতৃভাষা, রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের ভাষা, জাতীয় সঙ্গীতের ভাষা। সেই ভাষাকে এখন ‘বাংলাদেশি’ বলা হচ্ছে—এটা চরম অপমান, অসাংবিধানিক এবং দেশবিরোধী কাজ।”
এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানায়, এই ঘটনা ভারতের সকল বাংলাভাষী মানুষের কাছে অপমানজনক। যারা ভারতের বাংলাভাষী জনগণকে অপমান করার জন্য এই ধরণের সংবিধান-বিরোধী ভাষা ব্যবহার করছে- ভারতের সেই বাঙালি-বিরোধী সরকারের বিরুদ্ধে আমরা অবিলম্বে তীব্রতম প্রতিবাদের আহ্বান জানাই।
বাংলাকে ‘বাংলাদেশি’ বলা নিয়ে তীব্র বিতর্ক, মুখ খুললেন সেলিম-রূপম, অনুপম সহ বহুজন বিরোধী দলীয় নেতা সহ সেলিব্রিটিরা।
কি বলেছেন অনুপম রায়,
এটা কি সামান্য একটা ভুল নাকি সচেতন ভাবে করা একটি ভুল?
মনে রাখবেন,
আমি বাংলায় গান গাই,
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই।