ছাব্বিশে ভোটের শুরুতেই রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তল্লাশিকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস সরাসরি পথে নেমেছে। শুক্রবার বিকেলে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং পরিচিতি থেকে সাধারণ মানুষ।
এরপর মিছিল শেষ হলে হাজরা মোড়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “শুনুন, আপনাদের ভাগ্য ভালো, আমি চেয়ারে আছি বলে এখনও পেনড্রাইভ বের করিনি। কিন্তু বেশি বাড়াবাড়ি করলে সব ভাণ্ডার ফাঁস করে দেব।” তিনি আরও বলেন, “আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে। মুখ খুলি না দেশকে ভালোবাসি বলে।” এছাড়াও এদিন এ’ও বলেন ‘‘আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা রেখে চলি। কিন্তু মনে রাখবেন, লক্ষণের একটা সীমারেখা আছে।’’
আজকের মিছিল ও সভার প্রেক্ষাপটে মূলত ছিল আই-প্যাক এর কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেক দফতরে ইডির তল্লাশি। গত বৃহস্পতিবার সকালে শুরু হওয়া অভিযানে প্রথমে প্রতীক জৈনের বাড়ি এবং পরে আইপ্যাক দফতরে গিয়ে কিছু নথি নিয়ে বের হয়ে আসে মুখ্যমন্ত্রী এরপরে ইডির পক্ষ থেকে তাঁদের তদন্তে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা হাই কোর্টে একাধিক মামলা দায়ের করেছে।
