দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ! নিহত ৮ চরম সতর্কতায় গোটা রাজধানী ও কলকাতা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে রীতিমতো কেঁপে উঠেছে রাজধানী। স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের সব গাড়ি কেঁপে ওঠে এবং একাধিক গাড়ি মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। বরাবরের মতো এবারও কেঁপে উঠলো দিল্লি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনও নাশকতার ঘটনা হতে পারে। তবে নেপথ্যে অন্য কোনও কারণও খতিয়ে দেখা হচ্ছে। পার্ক করা গাড়িতে বোমা রাখা হয়েছিল কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে স্থানীয়দের মধ্যে।
বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে আশপাশের এলাকা ও গাড়িগুলো। অনেক গাড়ি মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। তবে কিছু সময়ের মধ্যেই উদ্ধার ও নিরাপত্তা কাজে নেমে পড়ে দিল্লি পুলিশ। বিস্ফোরণের আগুন দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেট পর্যন্ত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল ও পুলিশ বাহিনী। খবর সূত্রে জানা যায়,এনআইএ এবং এনএসজি দলও তদন্তে নামেছে।

প্রসঙ্গত, আজকের দিল্লির ঘটনায় সতর্কবার্তা পাঠানো হয় লালবাজার থেকে কলকাতা পুলিশের সবক’টি থানাকে।
সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে এ ঘটনা ঘটে, এখনও পর্যন্ত এই ঘটনায় মৃতের খবর পাওয়া গেছে ৯ জনের ও আহত এক।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।