Meri Pehchan Portal Registration Online Bangali
MeriPehchaan – National Single Sign-On (NSSO)
MeriPehchaan কেন্দ্র সরকারের একটি পোর্টাল | যার মাধ্যমে আমরা একটি আইডি দিয়ে একাধিক কাজ করতে পারবো। MeriPehchaan পোর্টালে রেজিষ্ট্রেশন করার পর আমরা আধার কার্ড, প্যান কার্ড, ভ্যাকসিন সার্টিফিকেট ইত্যাদি বিভিন্ন পরিষেবা পেয়ে যাবো MeriPehchaan আইডি দিয়ে লগইন করে।
এরজন্য আমাদের সমস্ত পোর্টালে গিয়ে আলাদা আলাদা করে রেজিষ্ট্রেশন করে আইডি তৈরি করতে হবে না। এছাড়াও MeriPehchaan portal এ Log In করে সেখান থেকেও কোন কোন পোর্টালে গিয়ে, কি কি কাজ করতে চান তা সরাসরি লগইন করতে পারবেন MeriPehchaan ওয়েবসাইট থেকে।
MeriPehchaan Id Password কিভাবে তৈরি করবেন, নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
Meri Pehchan Portal Registration Online:-
১) প্রথমে আপনাকে meri pehchan এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
'Meri Pehchan' – A National Single Sign-on (NSSO) providing one citizen login for accessing multiple public services from various department. #IndiasTechade pic.twitter.com/vhuUL2rPRm
— Smriti Z Irani (Modi Ka Parivar) (@smritiirani) July 4, 2022
২) এরপর লগইন এ ক্লিক করে রেজিষ্ট্রেশন করতে হবে।
৩) আপনি ৪ ভাবে লগইন করতে পারবেন
i) Login with DigiLocker
ii) Login with e-Pramaan
iii) Login with JanParichay
কিংবা Register Now এ ক্লিক করে।
৪) এরপরে লগইন হতেই আপনি কোন কোন ওয়েবসাইটে কি কি কাজ করতে চান তা সেখান থেকে লগইন করে করতে পারবেন।
MeriPehchaan – National Single Sign-On (NSSO) Website Link:- Check
MeriPehchaan Log in Link:- Click
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক