প্রধানমন্ত্রী টয়লেট দিচ্ছে আবেদন করুন ফ্রিতে ১২ হাজার টাকা পাবেন

Published By: MD 360 NEWS | Updated:
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

২০১৪ সালে স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পটি (Swachh Bharat Mission) চালু করে ভারত সরকার। প্রথম পর্যায়ে ২০১৪ থেকে ২০১৯ সময় কালে প্রকল্পটির বাস্তবায়ন হয়। প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিলো গ্রামীণ এলাকায় উন্মুক্ত মলমূত্র দূর করা, গণহারে আচরণ পরিবর্তন, পরিবারের মালিকানাধীন এবং সম্প্রদায়ের মালিকানাধীন টয়লেট নির্মাণ। টয়লেট নির্মাণ এবং পর্যবেক্ষণের জন্য পরিকাঠামো গঠন প্রকল্পের মূল উদ্দেশ্যই ছিল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আজকের প্রতিবেদনে আমরা দেখে নিচ্ছি কিভাবে আপনি অনলাইনে টয়লেট(ihhl apply online gramin) এর জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। টয়লেট বানানোর জন্য পাবেন ১২ হাজার টাকা সরাসরি একাউন্টে ফ্রিতে।

IHHL Apply Online Bengali / PM Toilet Yojana Online Apply Gramin Bengali:-

১) প্রথমে আপনাকে sbm.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর Application Form For IHHL এখানে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Citizen Registration এ ক্লিক করতে হবে।
৪) এরপর মেবাইল নাম্বার, নাম, ঠিকানা, রাজ্যের নাম বসিয়ে রেজিষ্ট্রেশন করুন।
৫) এরপর নিজের মোবাইল নাম্বার হলো লগইন আইডি আর মোবাইল নাম্বারের শেষ 4টি সংখ্যা হলো পাসওয়ার্ড তা বসিয়ে দিয়ে লগইন করুন।

৬) এরপর আপনার সামনে Dashboard চলে আসবে।
৭) এরপর New Application এ ক্লিক করুন, এখানে যার নামে টয়লেট আবেদন করতে চান তার নাম,ঠিকানা, মোবাইল নাম্বার, কি করে, একাউন্ট নাম্বার ইত্যাদি বসিয়ে দিয়ে Apply এ ক্লিক করলেই আবেদন হয়ে যাবে।
৮) এরপর আবারও মেনু বারে ক্লিক করে View Application এ ক্লিক করে Status Check করতে পারবেন।

Website Link:- Apply

PM Toilet Online Apply Video Link:- দেখুন 

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক

বিঃদ্রঃ- Md 360 News পোর্টাল আপনাদেরকে সদা সর্বদা নির্ভুল খবর দিয়ে থাকে। রাজ্য বা কেন্দ্র, দেশ কিংবা বিদেশের সরকারি ও বেসরকারি চাকরির আপডেট ও খবর সবার আগে দেখুন Md 360 News পোর্টালে। তবে মনে রাখবেন, Md 360 News পোর্টাল কোনো নিয়োগকারী সংস্থা নয়। আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে, তা সহজ সরল ভাষায় Md 360 News পোর্টালে আর্টিকেল আকারে তুলে ধরে থাকি। যাতে আপনারা সহজেই পশ্চিমবঙ্গের বিশ্বস্ত পোর্টালের(Md 360 News) মাধ্যমে, তা হাতের গোড়ায় পেয়ে থাকেন।
About Author