ওড়িশায় কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে। পরিযায়ী শ্রমিকদের গণপিটুনি দিয়ে মৃত্যুর ঘটনা আগেও হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তা ক্রমশই বাড়ছে।
মৃত জুয়েল রানা ২১ বছর বয়সী মুর্শিদাবাদ জেলার সুতি থানার চকবাহাদুরপুরের বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে, জুয়েল দিন মজুরের কাজের জন্য ওড়িশার সম্বলপুরে যান। সেখানে জুয়েল বাংলার আরও শ্রমিকদের সঙ্গে দিন মজুরের কাজ করতেন।
অভিযোগ, জুয়েল যখন কাজ থেকে ঘরে ফিরছিলেন, তখন এই ঘটনা ঘটে। জানা যায় তাদের থেকে আধার কার্ড দেখতে চাইলে বুধবার সন্ধ্যায় বেশ কয়েকজন কয়েকজন দুষ্কৃতী তাকে ও তার সঙ্গীদের বাংলাদেশি সন্দেহ করে বেধড়ক মারতে থাকে। এরপর মাটিতে লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা ছেড়ে পালিয়ে যায়। তারপরই হাসপাতালে নিয়ে গেলে তাকে ডাক্তার মৃত ঘোষণা করেন এবং সেই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম নিজস্ব সোশাল মিডিয়ায় টুইট করেন জানান,
ওডিশায় আরও এক বাংলাভাষী পরিযায়ী শ্রমিককে খুন করল বিজেপি। বিজেপি আর কত নিরপরাধ বাংলাভাষী মানুষের প্রাণ চায়?

