NEET UG 2025 New Rules: NEET (UG) 2025 পরীক্ষা পেন-পেপার মোডে হবে,দেখুন বিস্তারিত!
দিল্লি, ১৬ জানুয়ারি: গতবছর সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় (NEET UG) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্রে করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছিল। তাই চলতি বছরে এই পরীক্ষা আয়োজনে বাড়তি সতর্কতা নিচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ (NTA) জানিয়েছে যে, নিট ইউজি(NEET UG) 2025 পরীক্ষা পেন-পেপার মোডে (OMR ভিত্তিক) একইদিনে এবং এক শিফটে অনুষ্ঠিত হবে।
এনটিএ (NTA) আরও জানিয়েছে, এবছর মেডিকেল ও নার্সিং কোর্সে ভর্তির জন্য নিট ইউজি (NEET UG) বাধ্যতামূলক।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জানিয়েছে, BAMS, BUMS, BSMS, BHMS এবং মিলিটারি নার্সিং সার্ভিস (MNS) সহ সব স্নাতক স্তরের কোর্সে ভর্তির জন্য নিট ইউজি (NEET UG) পরীক্ষা আবশ্যক। এছাড়াও আর্মড ফোর্স মেডিকেল সার্ভিসের হাসপাতালে B.Sc নার্সিং কোর্সে ভর্তির জন্যও এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বলে বিজ্ঞপ্ত জারি করেছে।
https://x.com/NTA_Exams/status/1879855982924476565?t=sFKKfxQzAdKftCxz5qY7gw&s=08