নতুন প্যান কার্ড আবেদন পদ্ধতি, ডকুমেন্টস লাগবে না দেখুন
প্যান কার্ড এমনি একটি ডকুমেন্টস যা আমাদের বিভিন্ন কাজে দরকার পরে।আজকে দেখে নিচ্ছি কিভাবে মোবাইল দিয়ে বাড়িতে বসে প্যান কার্ড আবেদন(Pan Card Apply Online Bengali) করতে পারবেন, কোনোরকম ডকুমেন্টস আপলোড ছাড়াই। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…
প্যান কার্ড এর দুটো ওয়েবসাইট রয়েছে। একটি UTI অপরটি NSDL, আপনি যেকোনো ১ টি পোর্টাল থেকে প্যান কার্ড আবেদন করতে পারবেন। UTI Pan Card Apply Process…
১) প্রথমে আপনাকে প্যান কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। লিংক UTIITSL PAN Card Online Apply Link:- https://www.utiitsl.com
২) এরপর Pan Card Service এ ক্লিক করুন।
৩) এরপর Pan Card For Indian Citizen এই অপশনে ক্লিক করে New Pan Card Apply অপশনে ক্লিক করে এগিয়ে যান।
৪) এরপর আপনার সামনে আবেদন ফর্ম চলে আসবে। সেখানে দুটো অপশন রয়েছে Physical Mode & Digital Mode, Digital Mode সিলেক্ট করলে ডকুমেন্টস আপলোড করতে হবে না এবং পাঠাতেও হবে না।
৫) এরপর নিচে আধার কার্ড নাম্বার ও নাম বসিয়ে দিয়ে Next করুন। পরবর্তী পেজে বাবার নাম,ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদি বসিয়ে দিয়ে Next করুন।
৬) এরপর আর কোনোকিছু করতে হবে না Next করে এগিয়ে যান। সর্বশেষে আপনাকে ১০৬ টাকা পেমেন্ট করতে হবে।
৭) এরপর আপনার সামনে আপনার রিসিভ কপি চলে আসবে, যেখানে Application No/ Coupon No পেয়ে যাবেন যা দিয়ে পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন।
৮) ডাউনলোড অপশনে ক্লিক করেও Pan Card Download করতে পারবেন।
Pan Card Website Link:-
UTIITSL PAN Card Application :- Link
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপের যুক্ত হনঃ- লিংক