ভোটার কার্ড অনলাইন আবেদন মোবাইলে 2022 নতুন পদ্ধতি দেখুন
আপনার বয়স যদি ১৮ বছর হয়ে থাকে।আর আপনি এখনও ভোটার কার্ড না বানিয়ে থাকেন, তাহলে চিন্তার কারন নেই।এখন আপনি খুব সহজেই নিজের অপরের ভোটার কার্ড অনলাইন এ আবেদন করে বানিয়ে নিতে ও দিতে পারবেন।
নতুন ভোটার কার্ড আবেদন করার জন্য ১ টাকাও খরচ হবে না। সম্পূর্ণ বিনামূল্যে খুব সহজেই হাতের মোবাইল ফোন দিয়ে বাড়িতে বসে ভোটার কার্ড আবেদন করতে পারবেন। এরপর সেই ভোটার কার্ড পোস্ট অফিসে লর মাধ্যমে পেয়ে যাবেন। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…
How To Apply New Voter Card Online In Bengali 2022:-
১) প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে Voter Helpline App টি ডাউনলোড করে নিতে হবে।
২) এরপর App টি ওপেন করুন।
৩) Home Page এর মধ্যেই Voter Registration Option এ ক্লিক করুন।
৪) এরপর New Voter Register Form 6 এ ক্লিক করুন।
৫) পরবর্তী পেজে Start এ ক্লিক করুন।এরপর Yes, I am First Time Apply এ ক্লিক করুন।
৬) পরবর্তী ধাপে রাজ্য,জেলা,বিধানসভা, আধার কার্ড নাম্বার,জন্ম তারিখ ও জন্মের প্রমান হিসাবে একটি ডকুমেন্টস আপলোড দিয়ে Next করুন।
৭) এরপর নাম,ঠিকানা, ফটো আপলোড করুন, ও ঠিকানার একটি ডকুমেন্টস আপলোড করুন।
৮) সবকিছু ঠিকঠাক থাকলে ফাইনাল সাবমিট করুন ও আপনার সামনে রেফারেন্স নাম্বার চলে আসবে।
৯) হোম পেজে আসুন Explore এ ক্লিক করে Status Application এ ক্লিক করুন। এরপর রেফারেন্স নাম্বার বসিয়ে দিয়ে সাবমিট করতেই দেখতে পারবেন ভোটার কার্ড হয়েছে কিনা।
Voter Helpline App Download Link:-ডাউনলোড
ভোটার কার্ড অনলাইন আবেদন ভিডিও লিংকঃ- দেখুন
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক