নতুন ভোটার কার্ড 2023 অনলাইন আবেদন শুরু হলো,দেখুন আবেদন পদ্ধতি

Published By: MD 360 NEWS | Updated:
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

ভোটার আইডি কার্ড(Voter Id Card) হল ভারতের নির্বাচন কমিশন কর্তৃক জারি করা একটি পরিচয় নথি। যদি আপনার বয়স ১৮ বছর বয়সে পৌঁছে থাকে, তাহলে আপনি নতুন একটি ডিজিটাল ভোটার কার্ড আবেদন করতে পারবেন। ভোটার কার্ড প্রাথমিকভাবে ভারতীয় নাগরিকদের জন্য একটি পরিচয় প্রমাণ হিসাবে কাজ করে। এছাড়াও ভোটার কার্ড দেশের কিংবা রাজ্যের নির্বাচন এর সময় দরকার পরে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যদি আপনার বয়স ১৮ বছর কিংবা তার উর্ধ্বে, আর আপনি এখনো পর্যন্ত ভোটার কার্ড না বানিয়ে থাকেন। তাহলে কিভাবে মোবাইল ফোন দিয়ে আপনি ভোটার কার্ড আবেদন করবেন তা আজকের প্রতিবেদনে দেখে নিচ্ছি।

New Voter Id Card Apply Online 2023 Bengali. Voter Card Online Apply 2023 Bengali

১) প্রথমে আপনাকে মোবাইল ফোন এর প্লে স্টোর এ আসতে হবে।
২) এরপর Voter Helpline App লিখে সার্চ করুন।
৩) এরপর Voter Helpline App টি ডাউনলোড করে নিন। এছাড়াও ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে।

৪) App টি Open করার পর Voter Registration এ ক্লিক করুন।
৫) পরবর্তী পেজে New Voter Registration (From 6) এ ক্লিক করুন।
৬) এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে আইডি তৈরি করে লগইন করুন।
৭) এরপর নাম,ঠিকানা, ফটো, বয়স সমস্ত থর সঠিক ভাবে ফিলাপ করে ডকুমেন্টস আপলোড করে সাবমিট করতেই আবেদন হয়ে যাবে।

ভোটার কার্ড আবেদন ডকুমেন্টস:-

১) বয়সের প্রমাণ পত্র।
২) ঠিকানার প্রমান পত্র।
৩) আবেদনকারীর পাসপোর্ট সাইজের কালার ফটো।

Voter Helpline App Download Link:- ডাউনলোড

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন:- লিংক

বিঃদ্রঃ- Md 360 News পোর্টাল আপনাদেরকে সদা সর্বদা নির্ভুল খবর দিয়ে থাকে। রাজ্য বা কেন্দ্র, দেশ কিংবা বিদেশের সরকারি ও বেসরকারি চাকরির আপডেট ও খবর সবার আগে দেখুন Md 360 News পোর্টালে। তবে মনে রাখবেন, Md 360 News পোর্টাল কোনো নিয়োগকারী সংস্থা নয়। আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে, তা সহজ সরল ভাষায় Md 360 News পোর্টালে আর্টিকেল আকারে তুলে ধরে থাকি। যাতে আপনারা সহজেই পশ্চিমবঙ্গের বিশ্বস্ত পোর্টালের(Md 360 News) মাধ্যমে, তা হাতের গোড়ায় পেয়ে থাকেন।
About Author