২০০২ সালের পুরনো ভোটার লিস্ট (0ld Voter List West Bengal) এখন সহজেই মোবাইল থেকে ডাউনলোড (Download) করা যাবে। আপনার জেলার, আপনার বিধানসভার অন্তর্গত ভোট গ্রহণ কেন্দ্র অনুযায়ী সহজেই বাড়িতে বসে দেখতে পারেন যে আপনার ও পরিবারের অন্যান্য সদস্যদের নাম লিস্টে আছে কিনা।
আজকের প্রতিবেদনে দেখে নিন কিভাবে ২০০২ সালের পুরনো ভোটার লিস্ট ডাউনলোড (Voter List 2002 Download) করবেন? সম্পূর্ণ পদ্ধতি ধাপে ধাপে আজকের প্রতিবেদনে দেখিয়ে দেওয়া হয়েছে। ২০০২ সালের ভোটার তালিকা (Voter List 2002) ডাউনলোড পদ্ধতি জানতে, আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ ভালো ভাবে পড়ুন।
পুজো মরশুম শেষ হওয়ার পর রাজ্যে শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ সংশোধন কর্মসূচি (SIR)। যদিও কবে থেকে শুরু হবে (West Bengal Voter SIR Date) তার সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি, নির্বাচন কমিশন চেষ্টা করছে ভোটের আগে এটি সম্পন্ন করতে।
ভোটার SIR চলাকালীন ভোটার তালিকায় নাম তোলার জন্য নির্দিষ্ট নথি (Voter SIR Documents West Bengal) দেখাতে হবে এবং জমা দিতে হবে। যাদের নাম ২০০২ সালের ভোটার লিস্টে রয়েছে, তাদের জন্য অতিরিক্ত কোনো নথি দরকার নেই। যদি ২০০২ সালের লিস্টে বাবা-মায়ের নাম (2002 Voter List Name Check) থাকে, তবে ছেলে-মেয়েদের জন্যও অতিরিক্ত কোনো নথি জমা দিতে হবে না।
তাহলে চলুন দেখে নেওয়া যাক, কিভাবে ২০০২ সালের পুরনো ভোটার লিস্ট ডাউনলোড (Old Voter List 2002 Download) করবেন। নিচের ধাপ গুলো ফলো করে সহজেই ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন –
১) প্রথমে আপনাকে মুখ্য নির্বাচন আধিকারিক, পশ্চিমবঙ্গের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসিয়াল পোর্টালে থাকা Electoral Roll of SIR 2002 লেখার উপরে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে ELECTORAL ROLL 2002 (Voter List) এর নিচে থাকা আপনার জেলার নাম সিলেক্ট করুন।

৪) পরবর্তী পেজে আপনার জেলার অন্তর্গত বিধানসভা সিলেক্ট করুন। অর্থাৎ আপনার বিধানসভা উল্লেখ করুন, সেই ভোটার ২০০২ সালে কোন বিধানসভার অন্তর্গত ছিলো তা সিলেক্ট করুন।
৫) এরপর ফাইনালি আপনার সামনে বিধানসভার অন্তর্গত সমস্ত ভোট গ্রহণ কেন্দ্র চলে আসবে। এখন খুঁজে নিন কোন কেন্দ্রে আপনি কিংবা আপনার পিতামাতা ভোট দিয়েছে।

৬) এরপর ভোট কেন্দ্রের পাশে থাকা Finall Roll লেখার উপরে ক্লিক করুন। একটি ক্যাপচার কোড চলে আসবে, তা সঠিকভাবে যেরকম রয়েছে, তা উল্লেখ করে Verify এ ক্লিক করুন।

৭) অবশেষে আপনার সামনে ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে, এখন খুঁজে নিন আপনার কিংবা আপনার পরিবার সদস্যদের নাম ২০০২ সালের ভোটার লিস্টে রয়েছে কিনা।
২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড লিংক / 2002 Voter List Download West Bengal Link:- Download Now