প্রকল্প

ধান বিক্রি অনলাইন রেজিষ্ট্রেশন ও ডেট বুকিং পদ্ধতি 2024-25 দেখুন – Paddy Procurement Farmer Registration

সরকারি মূল্যে কুইন্টাল প্রতি 2,320 টাকা দামে কৃষকদের কাছ থেকে ধান কিনছে খাদ্য ও সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। ধান বিক্রি করার জন্য কৃষকদের একবারই রেজিষ্ট্রেশন করতে হবে ও অনলাইনে নিজেদের সময়মতো ডেট বুক করে ধান বিক্রি করতে পারবেন, দেখুন বিস্তারিত!

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

খাদ্য ও সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, কৃষকদের কাছ থেকে 2024-25 খারিফ মরশুমে ধান কেনার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। কৃষকেরা কুইন্টাল প্রতি ধানের মূল্য বাবদ 2,320/- টাকা পাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ধান সরকারের কাছে বিক্রি করার জন্য প্রথমত অনলাইন রেজিষ্ট্রেশন করতে হবে কৃষকদের। এরপর কৃষকেরা অনলাইনেই নিজেদের ফাঁকা একটি দিন ও সময় ইচ্ছেমতো বুক করতে পারবে। উক্ত দিনে কৃষকেরা তাদের ধান নিয়ে যে সেন্টার নিকটবর্তী বুক করবে ধান বিক্রি করার জন্য, সেখানে তাদের উল্লেখিত পরিমাণের ধান নিয়ে যাবে।

ধান বিক্রি করার অর্থ সরাসরি কৃষকদের রেজিষ্ট্রেশন করার সময় উল্লেখিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) নাম্বারে চলে আসবে। কৃষকের বিক্রিত ধানের অর্থ, ধান বিক্রির পর 3 টি কাজের দিনের মধ্যে, কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা হবে। কৃষকেরা গোটা বছরে সর্বাধিক 90 কুইন্টাল পর্যন্ত ধান বিক্রয় করতে পারবেন। তবে ধান বিক্রির পরিমাণ ধানের পরিমাণ কৃষকবন্ধু পোর্টালে দেওয়া তথ্য এবং কৃষকের চাষযোগ্য জমির পরিমাণের উপর নির্ভর করবে।

কৃষকদের দ্বারা বিক্রিত ধানের সঠিক গুণমান কি হওয়া উচিত?

খাদ্য ও সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের তরথ থেকে জানিয়ে দেওয়া হয়েছে,

১) কৃষককে ধান বিক্রি করতে হবে নির্দিষ্ট গুণমান মেনে।

২) কৃষকরা প্রথমে ধান ভালভাবে শোকাবেন, পরিষ্কার করবেন, তারপর ক্রয়কেন্দ্রে আনবেন যাতে কোন সমস্যা ছাড়াই ধানের সহায়ক মূল্য পেতে পারেন।

৩) ধানের গুণগত মান নিয়ে সমস্যা হলে কৃষকরা ব্লকের তিন সদস্যের কমিটির কাছে অভিযোগ জানান।

ধানের সঠিক গুণমান বলতে কি বোঝায়?

ধানের সঠিক গুণমান বলতে যা বোঝানো হয়েছে খাদ্য ও সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের তরথ থেকে, তা হলো ধান পরিষ্কার, শুকনো, পরিপক্ক, বিক্রির উপযুক্ত ও একই ধরনের মাপের এবং রঙের হওয়া দরকার। ধানে যেন কোন রকমের ছত্রাক, বিষাক্ত গন্ধ এবং পোকার সংক্রমণ না হয়ে থাকে তা দেখা দরকার।

ধান বিক্রি করার জন্য অনলাইন আবেদন পদ্ধতি / Paddy Procurement Farmer Registration 2025:-

1) প্রথমত আপনাকে https://epaddy.wb.gov.in/ এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

2) এরপর Farmer Self Registration এ ক্লিক করুন।

3) পরবর্তী পেজে যে কৃষক ধান বিক্রি করতে ইচ্ছুক, তার আধার কার্ড নাম্বার উল্লেখ করে Get Otp তে ক্লিক করুন।

4) আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিংক রয়েছে, সেই মোবাইল নাম্বারে OTP আসবে, তা উল্লেখ করুন নিচের বক্সে। এরপর Validate Otp তে ক্লিক করুন।

5) পরবর্তী পেজে আপনার আধার কার্ডে সমস্ত তথ্য চলে আসবে। এছাড়াও সেখানে বলা থাকবে আপনি কি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন কি না? করলে Yes এ ক্লিক করবেন নয়তো No তে ক্লিক করবেন।

6) কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে, আধার কার্ড কিংবা ভোটার কার্ড অথবা কৃষক বন্ধু আইডি দিয়ে সার্চ করলেই নিচের তথ্য গুলো চলে আসবে ও মোবাইল নাম্বার ভেরিফাই করে নিবেন। আর কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা না থাকলেও নিচে ভোটার কার্ড নাম্বার ও মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে ভেরিফাই করে Next এ ক্লিক করুন।

7) পরবর্তী পেজে আপনার ঠিকানা চলে আসবে, যদি না আসে তাহলে তা উল্লেখ করে Next এ ক্লিক করুন।

8) যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন, তাহলে জমির পরিমাণ ও তথ্য চলে আসবে। আর আবেদন করা না থাকলে তা উল্লেখ করুন ও নিচে বসিয়ে দিন কোন সেন্টারে ধান বিক্রি করতে চাচ্ছেন। এরপর আবারও Next বাটনে ক্লিক করুন।

9) পরবর্তী পেজে ব্যাঙ্কের তথ্য কৃষক বন্ধু প্রকল্প অনুযায়ী চলে আসবে, না আসলে তা সঠিকভাবে উল্লেখ করুন ও Next এ ক্লিক করুন।

10) সর্বশেষ ধাপে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাশবই, জমির খতিয়ান এরপর সাবমিটে ক্লিক করুন। আবেদন হয়ে যাওয়ার কিছুদিন এর মধ্যেই রেজিস্ট্রার মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে, এছাড়াও নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে তা এপ্রুভ করে নিতে পারবেন।

ধান বিক্রি ডেট বুকিং 2024-25 / e Paddy Date Booking / Kisan Mandi Dhan Bikri Online Date Booking 2024-2025:-

1) প্রথমে আপনাকে Online Paddy Procurement System (https://epaddy.wb.gov.in) এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

2) এরপর Farmer Self scheduling অপশনে ক্লিক করুন।

3) পরবর্তী পেজে আপনি আধার কার্ড, ভোটার কার্ড, রেজিষ্ট্রেশন নাম্বার কিংবা রেজিস্ট্রেশন নাম্বার – যেকোনো একটি বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করুন।

4) পরবর্তী পেজে কোন সেন্টারে ধান বিক্রি করতে চাচ্ছেন তা সিলেক্ট করুন ও রেজিস্ট্রার মোবাইল নাম্বারে আসা OTP বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করুন।

5) সাবমিট ক্লিক করতেই একটি পপ আপ চলে আসবে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে টাকা ঢুকবে তা দেখতে পারবেন। যদি ঠিক মনে হয় Correct এ ক্লিক করুন।

6) এরপর পরবর্তী পেজে আপনার সমস্ত তথ্য দেখতে পারবেন, কত কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন ইত্যাদি। এরপর নিচে থাকা Confirm এ ক্লিক করুন।

7) পরবর্তী পেজে ধান বিক্রি সেন্টার দেখতে পারবেন, এরপর তারিখ ও ধানের পরিমাণ কুইন্টালে উল্লেখ করে Next এ ক্লিক করুন।

8) এরপর পরবর্তী ধাপে সময় সিলেক্ট করে সাবমিটে ক্লিক করলেই বুক হয়ে যাবে ও একটি URL আসবে সেখান থেকে ধানের ডেট বুকিং স্লিপ ডাউনলোড করতে পারবেন।

ধান বিক্রি করার জন্য, রেজিস্ট্রেশন করতে যে সমস্ত ডকুমেন্টস লাগবেঃ- 

) ভোটার কার্ড,

) আধার কার্ড,

) জমির কাগজ ও

) ব্যাঙ্ক পাশবই।

আর বিশদে জানতে কল করুন 1967/ 1800-345-5505 (শুল্ক মুক্ত)

ধান বিক্রি অনলাইন রেজিষ্ট্রেশন লিংকঃApply

ধান বিক্রি অনলাইন ডেট বুকিং লিংকঃClick

ধান বিক্রি অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট লিংকঃClick

Khalek Rahaman

বিগত প্রায় আট বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে এমএ। তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত রকম আপডেট(চাকরি/স্কলারশিপ/প্রকল্প ইত্যাদি) তাঁর নখদর্পণে রাখার চেষ্টা জারি আছে।

Related Articles

Back to top button