Pakistan Has Targeted Jammu: জম্মুকে নিশানা করে হামলার চেষ্টা পাকিস্তানের, আকাশেই পাক মিসাইল ধ্বংস ভারতের!

Ealiash Rahaman
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

জম্মুর দিকে হামলার ছক কষেছে পাকিস্তান। বৃহস্পতিবার সন্ধে গড়িয়ে রাত বাড়তেই পাকিস্তানের দিক থেকে একের পর এক মিসাইল ছোড়া হয় জম্মুর দিকে। তবে পাকিস্তানের এই আগ্রাসী পদক্ষেপ আঁচ করে আগেই প্রস্তুত ছিল ভারত। সূত্রে জানা , ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ছোঁড়া আটটি মিসাইল আকাশেই গুলি করে ধ্বংস করে দিয়েছে এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

জানা গিয়েছে, জম্মুর এয়ারস্ট্রিপ ও শহরের একাধিক জায়গা ছিল পাকিস্তানের লক্ষ্যবস্তু। রকেট হামলার সম্ভাবনার কথা মাথায় রেখেই জম্মুর আখনুর ও কিস্তওয়ার এলাকায় ব্ল্যাকআউট করে দেওয়া হয় সন্ধের পরপরই। অন্ধকার ঘনাতেই গোটা এলাকায় এয়ার সাইরেন বাজতে শুরু করে।

জম্মুর আকাশে একাধিক পাক ড্রোন দেখা গিয়েছে বলে খবর, যার মধ্যে অনেকগুলোই ভারত গুলি করে নামিয়েছে। অন্যদিকে, নিয়ন্ত্রণরেখার কাছাকাছি থাকা এলাকাগুলিতেও পাকিস্তানের দিক থেকে লাগাতার মেশিনগান গুলি চলেছে। জম্মু শহরের মাঝামাঝি অংশে, যেখানে হামলা হয়েছে বলে খবর, সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়।