Pan Aadhaar Link Online: মোবাইলে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করার পদ্ধতি দেখুন ও স্ট্যাটাস চেক করুন

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
5 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

প্যান কার্ড থাকলেও যদি তার সঙ্গে আধার কার্ড নম্বর লিংক না থাকে, তাহলে ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে হতে পারে। আয়কর বিভাগের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আধার ও প্যান কার্ড লিংক না হলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তাই সময় থাকতে কিভাবে আধার কার্ড ও প্যান কার্ড নম্বর লিংক করবেন এবং এর জন্য কত টাকা খরচ হবে – সেই সমস্ত বিস্তারিত তথ্য থাকছে আজকের প্রতিবেদনে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্যান কার্ড ও আধার কার্ড লিংক করার পাশাপাশি, আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড নম্বর আগে থেকেই লিংক রয়েছে কিনা তা সহজেই যাচাই করা যায়। এখন মোবাইল ফোন ব্যবহার করেই অনলাইনে চেক করে দেখে নিতে পারবেন আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড নম্বর লিংক আছে কিনা। এই প্রতিবেদনে ধাপে ধাপে সম্পূর্ণ পদ্ধতি জানিয়ে দেওয়া হয়েছে।

প্যান কার্ড ও আধার কার্ড নম্বর লিংক পদ্ধতি – Pan Card Aadhar Card Link Online Step By Step

১) সর্বপ্রথম আপনাকে আয়কর বিভাগের (Income Tax Department) অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।

২) এরপর আয়কর বিভাগের অফিসিয়াল পোর্টালের হোম পেজে থাকা Link Aadhaar অপশনে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে প্যান কার্ড নম্বর ও আধার কার্ড নম্বর নির্দিষ্ট বক্সে উল্লেখ করে Validate এ ক্লিক করুন।

৪) এরপর Continue To Pay Through E-Pay Tax এই লেখার উপরে ক্লিক করে, পরবর্তী পেজে আবারও প্যান কার্ড নম্বর দুইবার উল্লেখ করুন ও যেকোনো একটি চালু মোবাইল নম্বর বসিয়ে দিয়ে Continue এ ক্লিক করুন।

৫) পরবর্তী পেজে উল্লেখিত মোবাইল নম্বরে আসা OTP উল্লেখ করে Continue এ ক্লিক করুন। এরপর প্যান কার্ড নম্বর ও নাম দেখতে পারবেন, এখন আবারও Continue এ ক্লিক করুন।

৬) পরবর্তী পেজে Income Tax অপশনের নিচে থাকা Proceed এ ক্লিক করুন।

৭) এরপর পরবর্তী পেজে Assessment Year থেকে 2026-27 (নতুন আপডেট বছর), Type of Payment (Minor Head) থেকে Other Receipts (500) ও Sub-type of Payment থেকে Fee for delay in linking PAN with Aadhaar এটি সিলেক্ট করে Continue এ ক্লিক করুন।

৮) পরবর্তী পেজে কত টাকা (১০০০) পেমেন্ট করতে হবে তা দেখতে পারবেন, এরপর নিচে Continue এ ক্লিক করুন।

৯) এরপর Credit Card / Debit Card / Net Banking / UPI ইত্যাদি মাধ্যমে পেমেন্ট করুন। পেমেন্ট হয়ে গেলে কমপক্ষে ২৪ ঘন্টা অপেক্ষা করুন।

১০) এরপর আবারও আয়কর বিভাগের পোর্টালে এসে Link Aadhaar এ ক্লিক করে পরবর্তী পেজে প্যান কার্ড ও আধার কার্ড নম্বর উল্লেখ করে Validate এ ক্লিক করুন।

১১) এরপর Continue এ ক্লিক করে পরবর্তী পেজে Name as per Aadhaar এ আধার কার্ডে থাকা নাম ও একটি চালু মোবাইল নম্বর উল্লেখ করুন ও I have only year of birth in Aadhaar card (যদি আধার কার্ডে শুধু জন্ম তারিখের সাল থাকে) এখানে ক্লিক করুন। আর আধার কার্ডে দিন, মাস ও বছর থাকে তাহলে I have only year of birth in Aadhaar card এটি ফাঁকা রাখুন ও I agree to validate my Aadhaar details এ বক্সে টিক মার্ক করে Link Aadhaar এ ক্লিক করুন।

১২) এরপর পরবর্তী পেজে উল্লেখিত মোবাইল নম্বরে OTP আসবে, তা উল্লেখ করে Validate এ ক্লিক করলেই প্যান কার্ড ও আধার কার্ড নম্বর লিংক হয়ে যাবে। তবে লিংক হয়েছে কিনা তা জানার জন্য 48 ঘন্টা পর স্ট্যাটাস চেক (Pan Aadhaar Link Status Check) করতে হবে।

Pan Card Aadhaar Card Link Online Website Link:- Click Now

প্যান কার্ড আধার কার্ড নম্বর লিংক স্ট্যাটাস চেক পদ্ধতি – Pan Card Aadhaar Card Link Status Check Online

প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড নম্বর লিংক রয়েছে কিনা কিভাবে চেক করবেন, চলুন দেখে নেওয়া যাক। এছাড়াও উপরে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করে যদি আপনি প্যান কার্ড ও আধার কার্ড নম্বর লিংক করে থাকেন, তাহলে লিংক সম্পন্ন হয়েছে কিনা তা যাচাই করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

১) সর্বপ্রথম আপনাকে আয়কর বিভাগের অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা Link Aadhaar Status এ ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে প্যান কার্ড নম্বর ও আধার কার্ড নম্বর উল্লেখ করে View Link Aadhaar Status এ ক্লিক করুন।

৪) প্যান কার্ড ও আধার কার্ড নম্বর লিংক হয়ে গেলে কিংবা লিংক থাকলে দেখতে পারবেন Your Pan xxxxxx Is Already Linked To Given Aadhaar xxxxxxxx।

Pan Card Aadhaar Card Link Status Check Link:Check Now

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।