প্যান কার্ড অনলাইন আবেদন, কি কি ডকুমেন্টস ও কত টাকা দেখুন

Published By: MD 360 NEWS | Updated:

PAN Card অর্থাৎ Permanent Account Number (PAN), Pan Card এ থাকে ১০ সংখ্যার একটি Pan Card Number যেটি আয়কর বিভাগের পক্ষ থেকে(Income Tax Department) সকলকে দেওয়া হয়েছে। প্যান কার্ড শুধু আয়কর দেওয়ার কাজে নয় এর পাশাপাশি পরিচয়পত্র, বয়সের প্রমাণ পত্র হিসেবেও প্যান কার্ড যথেষ্ট কাজে আসে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যদি আপনি এখনো পর্যন্ত প্যান কার্ড না বানিয়ে থাকেন, তাহলে এখন খুব সহজেই বাড়িতে বসে প্যান কার্ড আবেদন করতে পারবেন।

Pan Card Apply Online Bengali | Pan Card Online Apply Bengali | New Pan Card Apply Online NSDL

১) প্রথমে আপনাকে NSDL Pan Card এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। লিংক নিচে দেওয়া রয়েছে।

২) এরপর নাম, মোবাইল নাম্বার, জিমেইল আইডি, জন্ম তারিখ বসিয়ে দিয়ে সাবমিট করুন।
৩) পরবর্তী পেজে বাবা/মায়ের নাম,ঠিকানা, লিঙ্গ সিলেক্ট করে এগিয়ে যান।
৪) এরপর আপনি আপনার বয়সের প্রমাণ, ঠিকানার প্রমাণ, পরিচয়পত্রের প্রমান হিসাবে কি ডকুমেন্টস আপলোড করতে চান, তা সিলেক্ট করুন।
৫) এরপর পরবর্তী পেজে আপনার ফটো ও সিগনেচার আপলোড করুন।
৬) এরপর আপনাকে ১০৬ টাকা ৯০ পয়সা পেমেন্ট করতে হবে, তাহলেই হয়ে যাবে।

৭) এরপর আপনি আপনার প্যান কার্ড ৭ থেকে ১৫ দিনের মধ্যে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে পেয়ে যাবেন।

Pan Card Status Check | How To Check Pan Card Status Online

১) প্রথমে আপনাকে https://tin.tin.nsdl.com/pantan/StatusTrack.html এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর আপনাকে Application Type থেকে Pan New Select করতে হবে।
৩) নিচে আপনাকে Acknowledgement Number বসিয়ে সাবমিট করতেই স্ট্যাটাস চলে আসবে।

Pan Card Online Apply Link:- Click

Pan Card Status Check Online Website Link:- Click

প্যান কার্ড অনলাইন আবেদন ভিডিও লিংকঃ- দেখুন ভিডিও

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক