আমরা প্রত্যেকেই জানি যে প্যান কার্ড আমাদের অনেক কাজে লাগে।ব্যাঙ্কে অ্যাকাউন্ট নম্বার বানাতে গেলে প্যান কার্ড এর দরকার পরে।পরিচয় পত্র (Identity Proof) প্রমান হিসাবেও প্যান কার্ড(Pan Card) আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি।শুধু তাই নয় বয়সের প্রমাণ পত্র হিসাবেও Pan Card আমাদের অনেক কাজে আসে।এককথায় প্যান কার্ড আমাদের একটি আধার কার্ড এর মতো প্রয়োজনীয় ডকুমেন্টস। এখন প্রশ্ন হলো কিভাবে আপনি আপনার প্যান কার্ডটি বানাবেন? আজকে আমরা সেটাই দেখে নিবো।
এখন আপনি খুব সহজেই আপনার প্যান কার্ডটি বানতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে কিংবা কম্পিউটার/ল্যাপটপের মাধ্যমে। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলোঃ-
১) প্রথমে আপনাকে প্যান কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে। লিংক নিচে দেওয়া রয়েছে।
২) এরপর আপনাকে নাম, জন্ম তারিখ বসিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে।
৩) এরপর পরবর্তী পেজে আপনার লিংগ, বাবার নাম/মায়ের নাম বসাতে হবে ও Next এ ক্লিক করে এগিয়ে যেতে হবে।
৪) এরপর পরবর্তী পেজে আপনার ঠিকানা বসিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে Next এ ক্লিক করে।
৫) এরপর পরবর্তী পেজে আপনার ডকুমেন্টস সিলেক্ট করতে হবে। পরিচয় পত্রের প্রমাণ হিসাবে একটি ডকুমেন্টস, ঠিকানার প্রমান হিসাবে একটি ডকুমেন্টস ও বয়সের প্রমাণ হিসাবে একটি ডকুমেন্টস।
৬) এরপর আপনাকে সেই ডকুমেন্টস আপলোড করতে হবে ও আবেদন কারীর ফটো ও সিগনেচার আপলোড করতে হবে।
৭) এরপর আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে।
৮) এরপর আপনি একটি রিসিভ কপি পাবেন সেখানে Acknowledgement Number রয়েছে যা দিয়ে পরবর্তী Status Check করতে পারবেন।
Pan Card Online Apply Link:-
Pan Card Online Apply Live Video Link:- দেখুন
Pan Card Status Check Link:-