আবাস প্লাস যোজনার চুড়ান্ত তালিকা ২০২২ সালের ৩১ ডিসেম্বর মধ্যে জমা দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিয়েছিল সরকার। সেই মতো প্রত্যেক সুবিধাভোগীদের নাম জমা পড়ে গেলো। মোট লিস্টে নাম ছিল ১১ লক্ষ ৩৬ হাজার বাড়ির। কিন্তু আবাস প্লাস যোজনার নাম জমা পড়লো ১০ লক্ষ ১৯ হাজার জনের। অর্থাৎ ১ লক্ষ ১৭ হাজার নাম বাদ পড়েছে।
নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল আবাস প্লাস যোজনার টাকা পাওয়ার ৩ মাসের মধ্যে ঘর তৈরি করা শেষ করতে হবে।
আবাস প্লাস যোজনা নতুন লিস্টে আপনাদের নাম রয়েছে, নাকি নাম বাতিল হয়ে গিয়েছে? আপনি এখন বাড়িতে বসেই মোবাইল ফোন দিয়ে তা চেক করতে পারবেন। আবাস প্লাস যোজনায় নথিভুক্ত থাকা ১ লক্ষ ১৭ হাজার উপভোক্তার নাম কেন বাতিল হয়েছে তার পিছনে যথেষ্ট কারন রয়েছে। আবাস প্লাস যোজনার ঘর সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জিওট্যাগিং বাধ্যতামূলক করেছে সরকার।
আবাস প্লাস যোজনা লিস্টে নাম রয়েছে নাকি, নাম বাতিল হয়েছে, কিভাবে চেক করবেন দেখুনঃ-
১) প্রথমে আপনাকে আবাস যোজনা গ্রামীণ এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।লিংক নিচে দেওয়া রয়েছে।
২) এরপর Awaassoft এ ক্লিক করে Report এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Beneficiary details for verification এ ক্লিক করুন।
৪) এরপর আপনার রাজ্যের নাম, জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম ও কোন সালের লিস্ট চেক করতে চান, তা সিলেক্ট করে সাবমিট করুন।
৫) ফাইনালি আপনার সামনে আপনার গ্রাম পঞ্চায়েত অনুয়ায়ী প্রত্যেকের নামের লিস্ট চলে আসবে। এরপর দেখে নিন লিস্টে আপনার নাম রয়েছে নাকি নেই।
Website Link:- চেক
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক