প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের ২১তম কিস্তির টাকা আজ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বোতাম টিপে ডিজিটাল হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম-কিষাণ প্রকল্পের টাকা জমা হলো কিনা, দেখে নিন খুব সহজেই অনলাইনে মোবাইলে ফোন দিয়েই বাড়িতে বসে।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ষিক ৬ হাজার টাকা করে দিয়ে থাকেন কেন্দ্র সরকার। এই টাকা ৩টি কিস্তিতে ২ হাজার টাকা করে জমা হয়ে থাকে। প্রতি ৪ মাস অন্তর অন্তর ২ হাজার টাকা করে পাঠিয়ে থাকেন কেন্দ্র সরকার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি। এরজন্য অবশ্যই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড নাম্বার লিংক করা থাকতে হবে।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা কিভাবে চেক করবেন কিংবা কিভাবে Status Check করবেন দেখুন –
১) প্রথমে আপনাকে pmkisan.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।
২) এরপর Know Your Status এ লেখায় ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করুন ও ক্যাপচার কোড বসিয়ে দিয়ে OTP Verify করে সাবমিট করুন।
৪) এরপর দেখে নিন, আপনার PM Kisan এর সমস্ত তথ্য eKYC, Land Seeding, Aadhaar Bank Seeding ইত্যাদি Yes রয়েছে কিনা।
৫) যদি সবকিছু ঠিকঠাক থাকে ও Status Active থাকে, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে PM Kisan প্রকল্পের টাকা খুব তাড়াতাড়ি আসতে চলছে।
PM Kisan 21 Installment Payment Status Check Link:- Click Now

আজ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের ২১তম কিস্তির প্রায় ৯ কোটিরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১৮ হাজার কোটি টাকা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোতাম টিপে। আজ থেকে প্রত্যেক পিএম-কিষাণ প্রকল্পে আবেদনকারী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হওয়া শুরু হলো। আপনার ব্যাঙ্ক অ্যকাউন্ট সচল থাকলে, খুব তাড়াতাড়ি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলছে।














