প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অনলাইন আবেদন শুরু হলো,দেখুন?
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অনলাইন আবেদন পদ্ধতি শুরু হয়ে গেলো। আপনি যদি এখনো পর্যন্ত PM Kisan Samman Nidhi Yojana তে আবেদন না করে থাকেন? তাহলে এই প্রকল্পের মাধ্যমে ৬ হাজার টাকা বার্ষিক পেতে অনলাইন আবেদন করতে পারবেন।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাতে অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রী কিষান যোজনার আওতায় ৩ টি কিস্তিতে ২ হাজার করে মোট বার্ষিক ৬ হাজার টাকা উপভোক্তার একাউন্টে সরাসরি পাঠানো হয়।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাতে আবেদন করার জন্য ডকুমেন্টস হিসাবে–
১) আধার কার্ড
২) রেশন কার্ড
৩) জমির পর্চা
PM Kisan New Registration 2023 / PM Kisan Online Apply 2023 Bengali / PM Kisan Form Fill Up 2023
১) প্রথমে আমাদের PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর New Farmer Registration এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার ও মোবাইল নাম্বার ও রাজ্যের নাম বসিয়ে দিয়ে লগইন করুন।
৪) এরপর জেলার নাম, ব্লক নাম ও গ্রামের নাম বসিয়ে দিন।
৫) পরবর্তী ধাপে বাবা/স্বামী/মায়ের নাম বসিয়ে দিন।
৬) এরপর জমির তথ্য উল্লেখ করে নিচে রেশন কার্ড নাম্বার বসিয়ে দিন।
৭) এরপর ডকুমেন্টস হিসাবে জমির পর্চা 100KB এর মধ্যে PDF আকারে আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।
PM Kisan Official Website Link:- Apply