প্রকল্প

PM Kisan নতুন আপডেট আজকেই সব কিস্তির টাকা ফেরত দিতে হবে, আপনাকেও? দেখুন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের জন্য PM Kisan Samman Nidhi Yojana চালু করেছেন। PM Kisan প্রকল্পে আবেদন করলে কৃষকরা পাবেন বছরে ৬ হাজার টাকা করে মোট ৩ টি কিস্তিতে। প্রত্যেক কিস্তিতে কৃষকদের একাউন্টে ২ হাজার টাকা করে পাঠানো হয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PM Kisan Samman Nidhi Yojana তে আবেদন করতে গেলে কৃষকদের যেসমস্ত ডকুমেন্টস/শর্ত লাগবে তা হলোঃ-

১) শুধুমাত্র ছোট ও মাঝারি সমস্ত কৃষকরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য।

২) যে সব কৃষকদের কমবেশি 2 হেক্টর চাষের জমি আছে।

৩) এই প্রকল্পের সুবিধা পেতে কৃষকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।

৪) জমির মালিক কৃষকের নাম থাকতে হবে ও রেকর্ড থাকতে হবে।

৫) কৃষকের নামে একাউন্ট নাম্বার থাকতে হবে।

৬) আধার কার্ড,রেশন কার্ড,জমির কাগজ থাকতে হবে।

PM Kisan Samman Nidhi Yojana Online Apply Process:- দেখুন এখানে ক্লিক করে। 

PM Kisan Samman Nidhi Yojana তে কারা কারা আবেদন করতে পারবেন না,দেখুনঃ-

১) কৃষকের পরিবারের কোনও সদস্য যদি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এই সুবিধা পাবে না ৷ পরিবারের সদস্য মানে স্বামী-স্ত্রী ও সন্তান যে কোনো একজন ট্যাক্স দিলেই।

২) যে সমস্ত কৃষকের কাছে নিজের নামে চাষ যোগ্য জমি নেই, তাঁরা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন।

৩) আপনার কাছে নিজের নামে চাষ যোগ্য জমি নেই কিন্তু বাবা বা দাদুর নামে থাকে বা পরিবারের অন্যান্য সদস্যের নামে থাকে, তাহলেও এই যোজনার সুবিধা মিলবে না ৷

৪) কোনও কৃষক যদি সরকারি চাকরি করেন তাহলে এই প্রকল্পে আবেদন করলেও টাকা পাবেন না ৷

৫) রেজিস্টার্ড চিকিৎসক, ইঞ্জিনিয়র, উকিল ও সিএ এই যোজনার সুবিধা পাবেন না ৷

৬) কোনও কৃষক যদি বছরে ১০,০০০ টাকার উপরে পেনশন পান তাহলে এই যোজনার সুবিধা পাবেন না ৷

PM Kisan Refund Online New Update:- প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাতে ইতিমধ্যেই নতুন আপডেট এসেছে, যেখানে বলা হয়েছে। যদি কোনো অযোগ্য ব্যাক্তি PM Kisan এ আবেদন করে থাকেন ও টাকা পাচ্ছেন তাদের সমস্ত কিস্তির টাকা ফেরত দিতে হবে খুব তাড়াতাড়ি। এছাড়াও অনেকেই আছে অন্যের আধার কার্ড নাম্বার ব্যবহার করে আবেদন করে টাকা পাচ্ছেন তাদের ও সমস্ত কিস্তির টাকা ফেরত দিতে হবে।না দিলে সরকার তাদের ওপর ব্যবস্থা গ্রহণ করবে।

PM Kisan Website Link:- Click

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক 

Related Articles

Back to top button