PM Kisan New Online Apply 2022 – দেখুন কিভাবে নতুন পদ্ধতি

Published By: MD 360 NEWS | Updated:

কৃষক বন্ধুদের জন্য সুখবর। নতুন করে আবারও শুরু হলো PM Kisan Samman Nidhi Yojana তে আবেদন। PM Kisan Online Apply – এখানে আবেদন করলে আপনি কেন্দ্র সরকারের তরফ থেকে প্রতি বছরে ৬ হাজার টাকা করে পাবেন আপনার একাউন্টে সরাসরি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা ৩ কিস্তিতে একাউন্টে ২ হাজার করে মোট ৫৬ হাজার টাকা পাঠানো হয়। আপনি কিভাবে PM Kisan Samman Nidhi Yojana তে Online আবেদন করতে পারবেন দেখুন…

PM Kisan New Registration Online 2022:-

১) প্রথমে Pm Kisan Samman Nidhi Yojana এর অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে।
২) এরপর New Farmer Registration এ ক্লিক করে এগিয়ে যান।


৩) পরবর্তী পেজে আপনি শহটে থাকেন না গ্রামে তা সিলেক্ট করুন ও নিচে কৃষকের আধার কার্ড নাম্বার ও মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে সাবমিট করুন।
৪) এরপর পরবর্তী পেজে আপনার জায়গার নাম বসিয়ে দিন।
৫) বাকি অনেক ঘরই আধার কার্ড এর মাধ্যমে ফিলাপ আগে থেকেই হয়ে যাবে। যেমন- নাম, বাবার নাম/ স্বামীর নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, বয়স ইত্যাদি। আর বাকি ঘর গুলো ফিলাপ করুন।
৬) এরপর নিচে জমির পরিমান উল্লেখ করুন।
৭) আপলোড ডকুমেন্টস অপশনে আপনাকে, আধার কার্ড, জমির কাগজ, Account Passbook Upload করতে হবে, PDF আকারে 50KB-100KB এর মধ্যে।

৮) ফাইনাল সাবমিট করতেই আপনি একটি আইডি পেয়ে যাবেন।

PM Kisan Official Website Link:Check

PM Kisan Online Apply Documents:-

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাতে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে দেখুন…

১) কৃষকের নামে আধার কার্ড থাকতে হবে।
২) জমি কৃষকের নামে থাকতে হবে।
৩) একাউন্ট নাম্বার থাকতে হবে।

PM Kisan Online Apply Bengali Video Link:- দেখুন

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ-  লিংক