PM Kisan 19th Installment Amount: আজ থেকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের ১৯তম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হচ্ছে। যে সমস্ত কারনে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে না ও তার সমাধান কি দেখে নিন আজকের প্রতিবেদনে।
পিএম কিষান যোজনার ৬ বছর পূর্ণ হওয়ার জন্য দেশজুড়ে কৃষক ভাই ও বোনদের অনেক অনেক শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি তিনি আরও জানান যে, এটা আমার জন্য অত্যন্ত সন্তুষ্টি এবং গর্বের বিষয় যে এখন পর্যন্ত প্রায় ৩ কোটি ৫ লক্ষ টাকা তাদের(কৃষকদের) অ্যাকাউন্টে পৌঁছেছে। আমাদের এই প্রচেষ্টা কৃষকদের সম্মান, সমৃদ্ধি এবং নতুন শক্তি দিচ্ছে।
কৃষকদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য ২০১৯ সালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা শুরু হয়েছিল। গত ৬ বছরে, ১৮টি কিস্তির মাধ্যমে ১১ কোটিরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৩.৫ লক্ষ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় ৬ হাজার টাকা করে। এই টাকা বছরে ৩ টি কিস্তিতে ২ হাজার টাকা করে জমা হয়ে থাকে।
আজ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের ১৯ তম কিস্তির টাকা, প্রায় ৯ কোটি ৭ লক্ষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে । যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজকে বোতাম টিপে ১৯ তম কিস্তির টাকা ডিজিটাল হস্তান্তর শুরু করবেন।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা কারা পাবেনঃ–
১) যে সমস্ত কৃষকদের eKyc Status – Yes রয়েছে।
২) যে সমস্ত কৃষকদের Land Seeding Status – Yes রয়েছে।
৩) যে সমস্ত কৃষকদের Aadhaar Bank Account Seeding – Yes রয়েছে।
পিএম কিষাণ যোজনার ১৯তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে DBT এর মাধ্যমে পাঠানো হচ্ছে। অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে। আজ বিহারের ভাগলপুর জেলা থেকে মাননীয় প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা পাঠানোর শুভ সূচনা করবেন, দুপুর ২টায় ।
পি এম কিষান প্রকল্পের টাকা চেক করুনঃ-
১) প্রথমে আপনাকে PM Kisan প্রকল্পের অফিসিয়াল পোর্টালে আসুন।
২) এরপর Beneficiary Status এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করে সাবমিট করুন।
৪) পরবর্তী পেজে দেখে নিতে পারবেন, টাকা ব্যাংকে জমা হলো কিনা ইত্যাদি সমস্ত কিছু।
PM Kisan Samman Nidhi Yojana Website Link:- Click